২২ এপ্রিল ইরাকের রাজধানী বাগদাদের একটি মসজিদে বোমা হামলা হয়েছে । এতে কমপক্ষে ৮ জন নিহত এবং ২০ জনেরও বেশি লোক আহত হয়েছে । একইদিন পৃথক ঘটনায় তিনজন রোমানিয় সংবাদদাতাকে অপহরণ করে একটি ইরাকী সশস্ত্র সংস্থা ইরাক থেকে রোমানিয়া বাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছে ।
জানা গেছে , বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলের আল-সুবেইহ মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে । সেসময় কিছু শিয়া মুসলমান মসজিদে শুক্রবারের নামাজ আদায় করছিলেন । সম্প্রতি ইরাকের উগ্রপন্থীরা শিয়া মুসলমানদের বিরুদ্ধে হামলা চালাতে শুরু করেছে । এই বছরের ফেব্রুয়ারি মাসের আসুরার দিনে বিভিন্ন হিংসাত্মক হামলায় প্রায় একশোজন শিয়া মুসলমান প্রাণ হারিয়েছে ।
এর সঙ্গে সঙ্গে , তিন জন রোমানিয়া সংবাদদাতাদেরকে অপহরণ করে ইরাকের সশস্ত্র সংস্থা ২২ এপ্রিল রোমানিয়া সরকারের কাছে ৪ দিনের মধ্যে ইরাক থেকে তার সৈন্যদের প্রত্যাহারের দাবি জানিয়েছে , না হলে তারা জিম্মিকে হত্যা করবে ।
রোমানিয়ার সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ , মলদোভায় গুয়াম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী রোমানিয়ার প্রেসিডেন্ট ট্রায়ান বাসেস্কু নির্ধারিত সময়ের দু'ঘন্টার আগে বুকারেস্টে ফিরে যাবেন , যাতে জিম্মিদের মুক্তি করার জরুরী সম্মেলনে অংশগ্রহণ করতে পারেন ।
|