২০২০ সালে বিদেশ থেকে চীনের তেল আমদানি ৩৫ শতাংশ হবে
cri
২২ এপ্রিল বিশ্ব তৈল সম্মেলনের ভাইস চেয়ারম্যান ওয়াংথাও দক্ষিণ চীনের হাইনান প্রদেশের পোআওতে বলেছেন , ২০২০ সালে চীন বিদেশ থেকে তেল আমদানির পরিমান তার মোট চাহিদার ৩৫ শতাংশ হবে। তিনি বলেছেন , গত বছর চীন বিদেশ থেকে ১২ কোটি টন তেল আমদানি করেছে , এই পরিমান তার মোট চাহিদার ৪০ শতাংশ । বর্তমানে চীন অর্থনীতি বৃদ্ধির জন্য শক্তি বাঁচানো ও পরিবেশ দুষণ কমানোর অনেক ব্যবস্থা গ্রহণ করেছেে । তাছাড়া , ২০২০ সালে চীনের তেল ও প্রাকৃতিক গ্যাসের উত্পাদন অনেক বাড়বে , তাই সেই সময় বিদেশ থেকে চীনের তেল আমদানি চাহিদার ৩৫ শতাংশ হবে ।
|
|