চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন ২৩ এপ্রিল দক্ষিণ চীনের হাইনান প্রদেশের পোআওতে বলেছেন , চীনের শক্তি চাহিদার বৃদ্ধি অন্য দেশের বিরুদ্ধে প্রতিকুল প্রভাব ফেলবে না , চীন প্রধানতঃঅভ্যন্তরীণ শক্তিসম্পদ কাজে লাগিয়ে শক্তি চাহিদার বৃদ্ধির সমস্যা সমাধান করবে । একই দিন উদ্বোধন করা পোআও ফোরামের বার্ষিক সম্মেলনে এক প্রশ্নের উত্তর দেওয়ার সময় চিয়াছিংলিন এই কথা বলেছেন । তিনি আরও বলেছেন , চীনের শক্তিসম্পদ অর্থনীতি বৃদ্ধির বেশির ভাগ চাহিদা মেটাতে পারে , আমদানিকৃত শক্তি এর এক ছোট অংশ । তা ছাড়া চীন শক্তির অপচয় রোধ করার ব্যবস্থা নিয়েছে এবং নতুন শক্তিসম্পদ কাজে লাগানোর প্রয়াস চালাচ্ছে।
তিনি আরও বলেছেন , শক্তিসমস্যায় চীন অন্য এশিয় দেশের সঙ্গে সহযোগিতা করবে । চীন নিজের সমস্যা নিষ্পত্তির সময় আঞ্চলিক স্বার্থ বিবেচনা করবে এবং টেকসই উন্নয়নের পথে অটল থাকবে ।
|