গুয়াম সংস্থার শীর্ষ সম্মেলন ২২ এপ্রিল মলদোভার রাজধানী কিশিনেভে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে গৃহীত এক বিবৃতিতে বলা হয়েছে, এ সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রধানদের মতামত অনুসারে, গুয়াম সংস্থা সদস্য দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ত্বরান্বিত করতে এবং এ দেশগুলোর স্থিতিশীলতা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে এমন একটি সংস্থা হওয়া উচিত।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গুয়াম সদস্য দেশ ই-ইউ, নেটো, যুক্তরাষ্ট্র এবং গুয়ামের সমর্থনকারী দেশগুলো অথবা সংগঠনগুলোর সঙ্গেতাদের অংশদারিত্ব প্রতিষ্ঠা করতে ইচ্ছুক।
আজারবাইজান, জর্জিয়া, ইউক্রেন এবং মলদোভার প্রেসিডেণ্ট এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। লিথুয়ানিয়া এবং রোমানিয়ার প্রেসিডেণ্ট পর্যবেক্ষক হিসেবে এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্র, হাঙ্গেরি, বুলগেরিয়া এবং পোল্যান্ড ইত্যাদি দেশের প্রতিনিধিরাও এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
১৯৯৭ সালের অক্টোবরে জর্জিয়া, উইক্রেন, আজারবাইজান এবং মলদোভা এ চারটি দেশের নেতারা একটি আনুষ্ঠানিক ইউনিয়ন প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছেন।
|