v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-22 19:22:22    
হংকং, ম্যাকাও-এর সংবাদ মাধ্যমে লিয়ান-সোং-এর মূলভূভাগ সফরের মূল্যায়ন

cri
    চীনের গুও মিন তাং পার্টির চেয়ারম্যান লিয়েন জান, ছিন মিন তাং পার্টির চেয়ারম্যান সোং ছু ইয়্যু চীনের প্রেসিডেন্ট হু চিন থাও-এর আমন্ত্রণে শীঘ্রই মূলভূভাগে সফর করবেন। এই খবর হংকং ও ম্যাকাও-এ ঊষ্ণ সাড়া জাগিয়েছে। সম্প্রতি এ দুটি অঞ্চলের সংবাদ মাধ্যম ও বিভিন্ন মহলের ব্যক্তিরা পৃথক পৃথকভাবে এ নিয়ে সক্রিয় মূল্যায়ন করেছে।

    "হংকং বাণিজ্য পত্রিকা" বলেছে, লিয়ান ও সোং-এর মূলভূভাগ সফর সম্পর্ক আন্তর্জাতিক সমাজ ও থাইওয়ান দ্বীপের জনগণ ব্যাপকভাবে সক্রিয় মূল্যায়ন করেছে। এ থেকে প্রমানিত হয়েছে যে, ইতিহাসের প্রবণতা অপরিবর্তনীয়, দু'তীরের জনগণের ভাব-মানস ক্ষুন্ন করা যায় না। লিয়ান-সোং-এর মূলভূভাগ সফর নিশ্চয় দু'তীরের পার্টিগুলোর মধ্যে যোগাযোগের প্রক্রিয়া সৃষ্টি করবে, দু'তীরের জনগণের আদান-প্রদান নতুন পর্যায়ে উন্নীত হবে।

    "ম্যাকাও পত্রিকা" বলেছে, থাইওয়ান কতৃপক্ষ এক-চীন-নীতি ও "২রা সেপ্টেম্বর ঐক্যমত" অস্বীকার করে এবং দু'তীরের মধ্যে সংলাপ ও আলোচনা চালানো যায় না, এমন অবস্থায় মূলভূভাগ ও দ্বীপের বিভিন্ন দলের সঙ্গে আদান-প্রদান ও সংলাপ জোরদার করা দু'তীরের যোগাযোগ ও সম্পর্কের সুষ্ঠু উন্নয়নে খুব গুরুত্বপূর্ণ, এবং তাদের মূলভূভাগের সফর স্বাধীন-থাইওয়ান-পন্থীদের উপর আঘাত।