 মার্কিন অর্থমন্ত্রী জন্ স্নো ২১ তারিখে মার্কিন প্রতিনিধি পরিষদে অর্থ-বরাদ্দ কমিটিতে ভাষণ দেয়ার সম য়ে কংগ্রেসের কাছে বাণিজ্যিক শাস্তি দেয়ার মাধ্যমে চীনের রেনমিনবির মূল্যবৃদ্ধি বাধ্য করতে অস্বীকার করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, এটি একটি ভুল পদ্ধতি।
দি নিউইয়োর্ক টাইমস্ ২১ তারিখের সম্পাদকীয়তে উল্লেখ করেছে, চীন অপরিপক্ক সময়ে রেন মিনবি'র বিনিময় হারের পূন-মূল্যায়ন চীনের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ নয় এবং বিশ্বের অর্থের স্থিতিশীলতার সঙ্গেও সংগতিপূর্ণ নয়। মার্কিন কংগ্রেসের সদস্যাদের উচিত ডলারের উপর রেনমিনবি'র সম্ভাব্য প্রভাব আবার বিবেচনা করা।
|