পিপলস ডেইলী পত্রিকার খবরে প্রকাশঃ ২১ তারিখে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৯৭০ সালে চীনের প্রথম মানবসৃষ্ট-উপগ্রহ "তোংফাংহোং এক নম্বর" সাফল্যমন্ডিতভাবে উত্ক্ষেপন করার পরের ৩৫ বছরে চীনের মহাকাশ শিল্পে সাতটি বড় ধারাবাহিক নভোযান ব্যবস্থা গড়ে উঠেছে।
জানা গেছে, ৩৫ বছর ধরে চীন ৬০টি উপগ্রহ ও ৫টি "শেন চৌ" নভো খেয়াযান তৈরী ও উত্ক্ষেপন করেছে। ৩৫ বছরের উন্নয়ন-পর্বে চীনের মহাকাশ শিল্পের সাফল্যগুলোর মাঝে রয়েছে ভূ-পৃষ্ঠে প্রত্যাবর্তনযোগ্য রিমোট সেন্সিং উপগ্রহ, টেলিযোগাযোগ উপগ্রহ, আবহাওয়া উপগ্রহ, বৈজ্ঞানিক অনুসন্ধান ও প্রযুক্তি পরীক্ষা উপগ্রহ, ভূসম্পদ উপগ্রহ, নৌচালনা উপগ্রহ ও "শেনচৌ" নভোযান ইত্যাদি। এর মধ্যে মানুষবাহী, প্রত্যাবর্তনযোগ্য রিমোট সেন্সিং উপগ্রহ, ভূসম্পদ উপগ্রহ ইত্যাদি বিশ্বের প্রথম সারিতে প্রবেশ করেছে।
|