২১তারিখে জাতিসংঘের টেকসই উন্নয়ন কমিটির উচ্চ পর্যায়ের সভায় ভাষণ দেয়ার সময়ে চীনের নির্মানমন্ত্রী ওয়াং কুয়াংথাও আন্তর্জাতিক সমাজ , বিশেষ করে শিল্পোন্নত দেশগুলোর উদ্দেশ্যে নিজের প্রতিশ্রূতি পালন করে পুঁজি, প্রযুক্তিপ্রভৃতি ক্ষেত্রে ব্যাপক উন্নয়নমুখী দেশগুলোর টেকসই উন্নয়নে বাস্তব সাহায্য দেয়ার আহবান জানিয়েছেন ।
তিনি বলেছেন , টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা বিশ্বের বিভিন্ন দেশের সম্মুখীন গুরুত্বপূর্ণ ও জরুরী কর্তব্য । পৃথিবীর পরিবেশের অবনতি এখনো রোধ করা হয়নি , আর্থ-সামাজিক উন্নয়ন বিশেষ অসুবিধা সম্মুখীন হওয়ার কারণে ব্যাপক উন্নয়নমুখী দেশে পূঁজি আর জ্বালানি শক্তির অভাব রয়েছে । এটি গুরুতরভাবে টেকসই উন্নয়নের বাস্তবায়নে বাধা দিয়েছে ।
ওয়াং কুয়াংথাও উল্লেখ করেছেন , আন্তর্জাতিক সমাজের উচিত এ জন্যে বাস্তব প্রচেষ্টা চালানো , বিশেষ করে শিল্পোন্নত দেশগুলোর উচিত যততাড়াতাড়ি সম্ভব নিজের প্রতিশ্রুতি পালন করে উন্নয়নমুখী দেশগুলোকে নতুন ও অতিরিক্ত পূঁজি -সহায়তা দেয়া ও উন্নয়নমুখী দেশগুলোর টেকস্ই উন্নয়ন বাস্তবায়নের জন্যে ভাল পরিবেশ সৃষ্টি করা । আন্তর্জাতিক সমাজকে এ জন্যে তত্ত্বাবধান ও উন্নত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে ।
|