v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-22 16:09:31    
ডাইভিং চ্যাম্পিয়ন--- কুও জিং জিং

cri
    কুও জিং জিং -এর সবচেয়ে ভালো সাফল্য হলো ২০০৪ সাল এথেন্স ওলিম্পিক গেমসে নারী তিন মিটার স্প্রিং বোর্ড ডাইভিং একক এবং দ্বৈত দফায় স্বর্ণপদক অর্জন।তিনি গান খুবই পছন্দ করেন।

    ১৯৯৮ সালে হো বেই প্রদেশের বাও তিং শহরের প্রশিক্ষণ ঘাঁটিতে ডাইভিংয়ে প্রশিক্ষণ নিয়েছেন। তখন তাঁর প্রশিক্ষক ছিলেন লি ফাং। ১৯৯৩ সালে তিনি হো বেই প্রদেশের ডাইভিং দলে যোগ দেন। ১৯৯২ সালে তিনি জাতীয় দলের খেলোয়াড়ে পরিণত হয়েছেন। তখন তাঁর প্রশিক্ষক ইয়ু ফেং ।

    ১৯৯৫ সালে বিশ্ব কাপ নারী দশ মিটার প্ল্যাটফর্ম ডাইভিং দ্বৈত দফা, তিন মিটার স্প্রিং বোর্ড ডাইভিং দ্বৈত দফা, নারী দলগত এবং মিশ্র প্রতিযোগিতায় শীরোপা অর্জন করেছেন।

    ১৯৯৬ সালে আটলানটা ওলিম্পিক গেমসে তিনি নারী দশ মিটার প্ল্যাটফর্ম ডাইভিং প্রতিযোগিতার পঞ্চম হয়েছেন।

    ১৯৯৮ সালে বিশ্ব চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার তিন মিটার স্প্রিং বোর্ড ডাইভিং খেলায় রানার্স-আপ হয়েছেন। ১৯৯৯ সালে একাদশ বিশ্ব কাপে তিনি নারী তিন মিটার স্প্রিং বোর্ড ডাইভিং দ্বৈত দফা এবং মিশ্র দলগত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। একক দফায় তৃতীয় হয়েছেন।

    ২০০০ সালে দ্বাদশ বিশ্ব কাপ তিন মিটার স্প্রিং বোর্ড ডাইভিং একক দফার ,নারী দলগত এবং মিশ্র দলগত প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন। দ্বৈত দফায় রৌপ্যপদক অর্জন করেছেন।

    ২০০০ সালে সিডনি ওলিম্পিক গেমসে তিনি তিন মিটার স্প্রিং বোর্ড ডাইভিং একক দফা এবং দ্বৈত দফায় রানার্স-আপ হয়েছেন।

    ২০০১ সালে ৯ম জাতীয় গেমসে নারী এক মিটার এবং তিন মিটার স্প্রিং বোর্ড ডাইভিং প্রতিযোগিতায় প্রথম হয়েছেন।

    ২০০১ সালে ৯ম বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার নারী এক মিটার এবং তিন মিটার স্প্রিং বোর্ড ডাইভিং খেলায় তিনি শীরোপা অর্জন করেছেন।

    ২০০২ সালে জাতীয় ডাইভিং চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় এক মিটার এবং তিন মিটার স্প্রিং বোর্ড ডাইভিং খেলায় তিনি শীরোপা অর্জন করেছেন।

    ২০০২ সালে ১৩তম বিশ্ব কাপ ডাইভিং প্রতিযোগিতার নারী এক মিটার এবং তিন মিটার স্প্রিং বোর্ড ডাইভিং একক দফার খেলায় তিনি শীরোপা অর্জন করেছেন আর দ্বৈত দফার খেলায় তিনি রানার্স-আপ হয়েছেন।

    ২০০২ সালে জাতীয় ডাইভিং চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার নারী তিন মিটার স্প্রিং বোর্ড ডাইভিং খেলায় স্বর্ণপদক অর্জন করেছেন।বুশান এশিয়া গেমসে নারী তিন মিটার একক এবং দ্বৈত দফায় প্রথম হয়েছেন।

    ২০০৩ সালে আন্তর্জাতিক সাঁতার ইউনিয়ন ডাইভিং পদক প্রতিযোগিতার অষ্ট্রেলিয়া ধাপে নারী একক এবং দ্বৈত দফার স্বর্ণপদক অর্জন করেছেন এবং চীনে নারী তিন মিটার স্প্রিং বোর্ড ডাইভিং একক এবং দ্বৈত দফার খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন।বিশ্ব চ্যাম্পিয়নশীপ নারী তিন মিটার একক এবং দ্বৈত দফার প্রথম হয়েছেন।

    ২০০৪ সালে ১৪তম বিশ্ব কাপ নারী দ্বৈত দফার তিন মিটারে চ্যাম্পিয়ন এবং একক দফায় রানার্স-আপ হয়েছেন।এথেন্স ওলিম্পিক গেমসে তিনি নারী তিন মিটার একক এবং দ্বৈত দফায় শীরোপা অর্জন করেছেন।