"চীনের শান্তি উন্নয়ন এবং এশিয়ার নতুন ভূমিকা" গোল টেবিল সম্মেলন ২২ এপ্রিল চীনের হাই নান প্রদেশের বোআওতে অনুষ্ঠিত হয়েছে। দেশী-বিদেশী অংশগ্রহণকারীরা বলেছেন, চীনের শান্তি উন্নয়ন এশিয়া এবং আন্তর্জাতিক সমাজের জন্য সুযোগ ডেকে এনেছে, হুমকি নয়। চীনের শান্তি উন্নয়ন বিশ্বের শান্তি উন্নয়নের অনুকূল।
বোআও এশিয় ফোরামের মহাসচিব লং ইয়োং থু বলেছেন, চীনের শান্তি উন্নয়ন এশিয়ার অর্থনীতির একত্রায়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেছেন, গত কয়েক বছর আসিয়ান দেশ থেকে চীনের আমদানী দ্বিগুণ বেড়েছে। জাপান, দঃ কোরিয়া ইত্যাদি দেশের সঙ্গে চীনের বাণিজ্যও দিন দিন বাড়ছে।
সম্মেলনটির ভাইস-চেয়ারম্যান নেপালের মন্ত্রীসভার ভাইস চেয়ারম্যান কির্তি নিধি বিস্তা বলেছেন, চীনের বিরাট অর্থনৈতিক শক্তি থেকে এশিয়ার উপকার হবে। চীনের উন্নয়ন এ অঞ্চলের জন্য স্থিতিশীলত আনবে। বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চীনের কূটনীতির লক্ষণীয় প্রতীক। এশিয়ার সকল দেশের উচিত এই দৃষ্টান্ত অনুসরণ করে দ্বিপাক্ষিক সুপ্রতিবেশীমূলক বন্ধুত্ব জোরদার করা, সহযোগিতার ব্যবস্থা গঠনে উভয় পক্ষের জয় অর্জন করা।
|