v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-22 13:41:03    
১৬ এপ্রিল থেকে ২২ এপ্রিল, ২০০৫

cri
চীনের আশা : জাপান সুষ্ঠুভাবে ইতিহাস ও তাইওয়ান সমস্যা পরিচালনা করবে এবং চীনের দেশপ্রেমিক শিক্ষা জাপান-বিরোধী শিক্ষা নয়

চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র ছিন কাং ১৯তারিখে পেইচিংয়ে বলেছেন , চীন আন্তরিকভাবে জাপানের সংগে সম্পর্কউন্নয়ন করতে চায় এবং আশা করে যে , জাপান আন্তরিকতা দেখিয়ে সুষ্ঠুভাবে বিদ্যমান সমস্যা বিশেষ করে ইতিহাস ও তাইওয়ান সমস্যা সমাধান করবে ।

ছিনকাং বলেছেন , পররাষ্ট্রমন্ত্রী নোবুতাকা মাচিমুরা চীন সফরকালে চীনের সংগে দুদেশের বর্তমান সম্পর্ক নিয়ে খোলামনে মতবিনিময় করেছেন এবং দুপক্ষের রননৈতিক দৃষ্টিতে দুদেশের সম্পর্কউন্নয়ন করা উচিত বলে মনে করেছে ।

ছিন কাং আরো বলেছেন , চীনের দেশপ্রমিক শিক্ষা জাপানের বিরোধিতার জন্য নয় ।

সংবাদদাতাদের সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরে ছিনকাং বলেছেন , চীন কখনো যুবকযুবতীদের মধ্যে জাপানের বিরোধিতা করার মনোভাব প্রচার করেনি , চীন বরাবরই ইতিহাস শিক্ষার মাধ্যমে দুদেশের যুগ-যুগান্তের বন্ধুত্বের দিক থেকে দুদেশের বন্ধু-সম্পর্ক বিকাশ করার ইচ্ছা পোষন করে আসছে ।

জাপান-চীন সম্পর্কের উন্নয়ন দুদেশের উন্নয়নের তাত্পর্যসম্পন্ন

২১শে এপ্রিল জাপানের প্রধানমন্ত্রী কোইজুমি জুনিছিরো জাপান ত্যাগ করে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা গিয়ে ২০০৫ সালের এশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার আগে গণ-মাধ্যমের কাছে বলেছেন যে , যদিও সম্প্রতি কিছু সমস্যায় জাপান আর চীনের মধ্যে মতভেদ আছে , কিন্তু জাপান আর চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন দুদেশের উন্নয়নে তাত্পর্যসম্পন্ন ।

২১শে এপ্রিল জাপানের অর্থমন্ত্রণালয়ের প্রকাশিত একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , চীন ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়িয়ে জাপানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে । ২০০৪ অর্থ বছরে , জাপান আর চীনের (চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সহ ) মধ্যকার বাণিজ্যের মোট পরিমাণ প্রায়ই দুই শো বিলিয়ন মার্কিন ডলার ।

জাপানের কিছু সংবাদ মাধ্যম ও বিশিষ্ট ব্যক্তি সম্প্রতি বলেছেন , ইতিহাস সম্পর্কে জাপানের ভুল মনোভাব তার কূটনীতির অচলাবস্থা ডেকে এনেছে ।

২১শে এপ্রিল জাপানের অর্থ ও বাণিজ্য কমিটির সভাপতি মিকিও সাসাকি আর জাপানের গাড়ী শিল্প কমিটির সভাপতি ইটারু কৌটা বলেছেন যে , জাপানের বাণিজ্য কোম্পানি আর গাড়ি শিল্প-প্রতিষ্ঠানের চীনের সংক্রান্ত রণনীতি পরিবর্তন হবে না ।

২১শে এপ্রিল জাপানের জিজি বার্তা সংস্থার একটি খবরে বলা হয়েছে যে , সেদিন অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে মিকিও সাসাকি বলেছেন যে , চীন হচ্ছে জাপানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার আর অপরিহার্য অর্থনৈতিক অংশীদার ,

সাংবাদিক সম্মেলনে ইটারু কৌটা বলেছেন যে , জাপান আর চীনের শিল্প-প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই পরস্পরের অনুপুরক সম্পর্ক প্রতিষ্ঠিত করেছে , ভবিষ্যতে চীনের বাজার স্থিতিশীল উন্নয়নকে বজায় রাখবে ।

রাউল কাস্ট্রো রুজের চীন সফর শেষ

কিউবার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় সম্পাদক, রাষ্ট্রীয় পরিষদের প্রথম ভাইস চেয়ারম্যান , মন্ত্রীসভার প্রথম ভাইস চেয়ারম্যান রাউল কাস্ট্রো রুজ চীন সফর শেষ করে ২২ এপ্রিল শাং হাই থেকে বিশেষ বিমানে চীন ত্যাগ করেছেন।

শাংহাই সফরকালে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর সদস্য, শাংহাই-এর গভর্নর ছেন লিয়াং ইয়ু রাউল কাস্ট্রো রুজের সঙ্গে সাক্ষাত্ করেছেন। রাউল কাস্ট্রো রুজ শাংহাইয়ের পু তং অর্থনৈতিক উন্নয়ন এলাকা এবং শাংহাই মহানগরের ব্যবস্থাপনাপ্রদর্শন হল ইত্যাদি জায়গা প্ররিদর্শন করেছেন।

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে রাউল কাস্ট্রো রুজ ১৭ এপ্রিল পেইচিংয়ে পৌঁছে আনুষ্ঠানিকভাবে তাঁর চীন সফর শুরু করেন। ১৯৯৭ সালে তিনি আরও একবার চীন সফর করতে এসেছিলেন।

২০০৮সালে পেইচিং ওলিম্পিক গেমসের উচ্চ অর্থনৈতিক উপদেষ্টা নির্ধারিত

সম্প্রতি২০০৮ সালের পেইচিং ওলিম্পিক গেমসের উচ্চ অর্থনৈতিক উপদেষ্টাহিসেবে বেলজিয়াম, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পাঁচজন বিশেষজ্ঞকে আমন্ত্রন জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

জানা গেছে , এ পাঁচজন বিশেষজ্ঞঅন্যান্য ওলিম্পিক গেমসের স্বাগতিকশহরের অর্থনীতির গবেষনা ও পরিকল্পনার কাজে অংশ নিয়েছিলেন , তারা ওলিম্পিক গেমস আর শহর অর্থনীতির উন্নয়ন সম্পর্কে বিস্তারিতভাবে গবেষনা চালিয়েছিলেন । পেইচিং শহরের আমন্ত্রন গ্রহনের পর তারা নানান দিক থেকে কিভাবে ২০০৮ সালে পেইচিং ওলিম্পিক গেমসের সুযোগ ব্যবহার করে পেইচিংয়ের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করবে তার জন্যে নিজের মতামত বা প্রস্তাব পেশ করবেন এবং পেইচিং ওলিম্পিক গেমসের অর্থনৈতিকউন্নয়নের নীতি প্রনয়নে অংশ নেবেন ।

উল্লেখ করা যেতে পারে যে , গত বছরের সেপ্টেম্বর মাসে পেইচিং প্রকাশ্যে ওলিম্পিক গেমসের অর্থনৈতিক উপদেষ্টা আনার কাজ শুরু করেছে । পরপর ৯টি দেশের ৭০জন বিশেষজ্ঞএ কাজ পাওয়ার জন্যে নাম দিয়েছেন ।

বর্ষশেষে চীনাদের জনপ্রিয় বৈদেশিক গন্তব্য ১০০ হবে

চীনের জাতীয় পর্যটন ব্যুরোর উপপ্রধান কু ছাউসি ১৯তারিখে ম্যাকাওতে ঘোষনা করেছেন যে , এ বছরের শেষ নাগাদ চীনা নাগরিকদের বিদেশ-ভ্রমনের গন্তব্যদেশ আর অঞ্চলের সংখ্যা ১০০তে দাড়াবে ।

ম্যাকাওতে অনুষ্ঠিত প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের এশিয়া পর্যটন সমিতির ৫৪তম বার্ষিক সম্মেলনে তিনি বলেছেন , এ বছরের পয়লা এপ্রিল পর্যন্ত চীনা নাগরিকরা ৬৪টি দেশ আর অঞ্চলে ভ্রমন করতে পেরেছেন।

১৯৯৭ সালে চীনা নাগরিকদের আনুষ্ঠানিক বিদেশ ভ্রমন শুরু হয় , অধিক থেকে অধিকতর দেশ আর অঞ্চল চীনা নাগরিকদের ভ্রমনের জন্যে উন্মুক্ত হওয়ার পর বিদেশ-ভ্রমনে যাওয়া চীনা নাগরিকদের সংখ্যা বছরেবছরে বেড়ে যাচ্ছে। ২০২০ সালে বিদেশ-ভ্রমনের ক্ষেত্রে চীন বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ হবে বলে অনুমান করা হয়েছে ।

চীন ভারতের সঙ্গে সম্পর্কের জোরালো উন্নয়ন চায়

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২১ এপ্রিল পেইচিংয়ে অনুষ্ঠিত একটি নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, ভারতের সরকার এবং নেতারা চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর যে গুরুত্ব দেয়, চীন তার প্রশংসা করে। চীন ভারতের সঙ্গে মিলিতভাবে চীন-ভারত সম্পর্ক উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক।

চীনের প্রধানমন্ত্রী ওয়ে চিয়া পাও সম্প্রতি আমন্ত্রণক্রমে ভারত সহ দক্ষিণ এশিয়ার চারটি দেশে আনুষ্ঠানিক সফর করেছেন। ছিন কাং সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দেয়ার সময় আরো বলেছেন, ওয়েন চিয়া পাওয়ের সাম্প্রতিক সফরে চীন-ভারত রণনৈতিক অংশীদার সম্পর্ক আরো নির্ধারিত হয়েছে। তা ভবিষ্যতে দু'দেশের সম্পর্ক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পথনির্দেশক নীতি যুগিয়ে দিয়েছে। তিনি বলেছেন, চীন- ভারত বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক এ অঞ্চল তথা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার অনুকূল।

যুক্ত বিবৃতি: পাক-ভারত শান্তি প্রক্রিয়া অপ্রতিরোধ্

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানের প্রেসিডেন্ট মুশারাফ ১৮ এপ্রিল নয়াদিল্লীতে একটি যৌথ বিবৃতিতে জোর দিয়ে বলেছেন যে দু'দেশের শান্তিপূর্ণ প্রক্রিয়া অপ্রতিরোধ্য।

সিং যৌথ তথ্যজ্ঞাপন সভায় ঘোষণা করেছেন, ভারতে মুশারাফের সফরকালে আন্তরিক দৃষ্টিভংগী নিয়ে কাশ্মির সমস্যা সমাধানের জন্য আলোচনা এবং চলমান পদ্ধতিতে সিয়াচেন হিমবাহ বিরোধ নিষ্পত্তি করতে দু'দেশের শীর্ষনেতারা রাজী হয়েছেন। তা ছাড়া, দু'দেশ কাশ্মিরের সীমান্ত-পার আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার করার জন্য ট্রাক-পরিবহন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। দু'দেশ বোম্বাই এবং করাচীতে উপ-দূতাবাস আবার চালু করবে।

একইদিন মুশারাফ ভারতীয় সংবাদদাতাদের সাক্ষাতকার দেয়ার সময়ে বলেছেন, কাশ্মির সমস্যা সমাধানের জন্য ভারত এবং পাকিস্তানের উচিত শ্রেষ্ঠ উপায় খুঁজে বের করা।

আফ্রো-এশিয় বানিজ্য শীর্ষ সম্মেলন জাকার্তায় উদ্বোধন

দুদিনব্যাপী আফ্রো-এশিয় বানিজ্য শীর্ষ সম্মেলন ২১তারিখ বিকেলে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হয়েছে । ২১টি আফ্রো-এশিয় দেশের বানিজ্য মহলের নেতৃবৃন্দ সম্মেলনটিতে অংশ নিচ্ছেন ।

সম্মেলনটির শিরোনাম হচ্ছে ,আফ্রো-এশিয়াঃ সমন্বয়ের চেতনার পুনরুত্থান।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ভাষন দিয়েছেন । চীনের প্রেসিডেন্ট হু চিনথাও সহ ৮টি আফ্রো-এশিয় দেশের নেতাদেরও সম্মেলনে অংশ নেয়া এবং ভাষন দেয়ার কথা ।

এবারকার আফ্রো-এশীয় বানিজ্য শীর্ষ সম্মেলন ইন্দোনেশিয়ার বানিজ্য সংস্থার উদ্যোগে আয়োজিত , এটা ২২ তারিখে অনুষ্ঠিতব্য ২০০৫ সালের আফ্রো-এশিয় শীর্ষ সম্মেলনের এক অংশ ।

লেবাননের জনগণের দেশের ঐক্যরক্ষার সামর্থ্য আছে

১৯ তারিখে লেবাননের প্রেসিডেন্ট লাহৌদ বৈরুতে জার্মানীর সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, স্বদেশের ঐক্যরক্ষার জন্যে লেবাননের জনগণের সামর্থ্য আছে এবং হারিরির গুপ্তহত্যার জন্যে দেশের ঝামেলা সমাধান করা যায় ।

তিনি আরো বলেছেন,একইদিনে গঠিত লেবাননের নতুন সরকার হারিরির গুপ্তহত্যার ঘটনা তদন্ত করার আন্তর্জাতিক তদন্ত কমিটির প্রতি সকল সমর্থন আর সাহায্য দেবে , এবং সকল ব্যবস্থা নিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধী ব্যক্তিদের শাস্তি দেবে ।

লেবাননের নতুন সরকার সিরিয়ার সঙ্গে নতুন ধরণের সম্পর্ক প্রতিষ্ঠা করতে এবং দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা উন্নত করতে আগ্রহী ।

অন্য খবর থেকে জানা গেছে, ১৯ তারিখে মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র আডাম এরেলী বলেছেন যে, যুক্তরাষ্ট্র লেবাননের নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করে লেবাননের নতুন সংসদ নির্বাচনে সাহায্য দেবে ।

ফিলিস্তিনের আইন কমিটির নির্বাচন বিলম্ব হবে

ফিলিস্তিন আইন কমিটির সদস্য, ফাতাহের সদস্য কাদুরা ফারেস ১৬ এপ্রিল রামল্লায় সংবাদ সংস্থাকে বলেছেন, আগামী জুলাই মাসে অনুষ্ঠিতব্য ফিলিস্তিনের আইন কমিটির নির্বাচন সম্ভবত বিলম্ব হবে।

ফারেস বলেছেন, ফিলিস্তিনের মৌলিক আইন অনুযায়ী, আইন কমিটি নির্বাচন আয়োজনের ৩ মাস আগে একটি নতুন নির্বাচন আইন গ্রহন করতে হবে। কিন্তু আইন কমিটির তিন ভাগের দুই ভাগ আসনের অধিকারী ফাতাহ এই নতুন নির্বাচন আইনে ঐক্যমত হয়নি বলে ১৭ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচন সম্ভবত প্রক্রিয়াগত কারণে বিলম্বে আয়োজন করা হবে।

অন্য খবরে জানা গেছে, ফিলিস্তিনের হামাসের মুখপাত্র সামি আবু জুহরি একই দিনে গাজায় বলেছেন, আইন কমিটির নির্বাচন বিলম্বে হলে হামাস চলতি বছরে মার্চে কাইরোতে অনুষ্ঠিত সংলাপ সম্মেলনে অর্জিত স্থায়ী শান্তির চুক্তি অনুসরণ করবে না।

ফিলিস্তিনের আইন কমিটি নির্বাচন ১৭ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা। হামাস প্রথম বারের মতো এই নির্বাচনে অংশ গ্রহন করবে, যা ফাতাহের ক্ষমতার প্রতি একটি শক্তিশালী চ্যালেন্জ।

আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার মহা সচিবের প্রথম দফা নির্বাচন শেষ

আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার মহাসচিব নির্বাচন কমিটির দায়ীত্বশীল ব্যক্তি আমিনা মোহামেদ ১৫ এপ্রিল জেনিভায় বলেছেন, নতুন নির্বাচিত মহা সচিবের প্রথম দফা নির্বাচন সম্পর্কিত আলোচনা ওইদিন শেষ হয়েছে।

আমিনা মোহামেদ বলেছেন, সংশ্লিষ্ট নির্বাচনের নিয়ম অনুযায়ী, চারজন প্রার্থীর মধ্যে সবচেয়ে কম ভোট পাওয়া ব্রাজিলের বিশেষ দূত লুইজ-ফিলিপ ডি সিক্সাস কোরেয়া'র নির্বাচন ছেড়ে দিতে হবে। প্রথম দফায় সবকয়ে বেশী ভোট পাওয়া ইউরোপীয় ইউনিয়নের সাবেক বাণিজ্যিক সদস্য ফ্রান্সের পাস্কেল লামি উরুগুয়ের বিশেষ দূত কার্লোস পেরেজ ডেল কাস্টিলোর এবং মাওরিটিউসের পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী চায়েন কৃষ্ণা কাতারীর সঙ্গে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য নতুন দফা নির্বাচনে প্রতিযোগিতা করবেন।