২১শে এপ্রিল চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত এশিয়া-আফ্রিকা শিল্প ও বাণিজ্য মহলের শীর্ষনেতাদের ভোজসভায় অংশ নেয়ার সময়ে " সুযোগ কাজে লাগানো , সার্বিকভাবে সহযোগিতা করা আর অভিন্ন উন্নয়ন করা" নামক একটি ভাষণ দিয়েছেন ।
প্রেসিডেন্ট হু চিন থাও বলেছেনে যে , চীনের উন্নয়নের সংগে সংগে , চীন এশিয়া-আফ্রিকার দেশগুলোর সংগে তার পারস্পরিক উপকারিকামূলক সহযোগিতা আরো উন্নয়ন আর গভীর করবে , এবং এশিয়া-আফ্রিকার উন্নয়নমুখী দেশগুলোর প্রতি চীনের সাহায্য বাড়িয়ে দেবে । নতুন পরিস্থিতীতে এশিয়া-আফ্রিকার দেশগুলোর অভিন্ন উন্নয়ন সম্পর্কে প্রেসিডেন্ট হু তিনটি প্রস্তাব উপস্থাপন করেছেন , তারা হলো, স্বদেশের বাস্তব অবস্থা অনুযায়ী উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন করা ; সার্বিকভাবে দেশুগুলোর মধ্যকার সমতা আর পারস্পরিক কল্যানমুলক সহযোগিতা বাস্তবায়ন করা ; একটি সহযোগিতামুলক আর অভিন্ন উন্নয়নের আন্তর্জাতিক পরিবেশ সৃষ্টি করা ।
ইন্দোনেশিয়া হলো প্রেসিডেন্ট হু চিন থাওয়ের এবারকার দক্ষিণপূর্ব এশিয়া সফরের দ্বিতীয় ধাপ । সফরকালে তিনি ২০০৫ সালে এশিয়া-আফ্রিকার শীর্ষসম্মেলন আর বান্দুং সম্মেলনের ৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন । তার পর তিনি ফিলিপিন্সে সফর করবেন ।
|