চীনের প্রেসিডেণ্ট হু চিন থাও ২১ এপ্রিল তাঁর বিশেষ বিমানে ইন্দোনেশিয়ায় ভূকম্প-দুর্গতদের জন্যবেশ কিছু জরুরি ত্রাণসামগ্রি পৌঁছিয়ে দিয়েছেন।
একই দিন বিকেলে, হু চিন থাওয়ের সঙ্গে ইন্দোনেশিয়া সফররত চীনের বানিজ্যমন্ত্রী বো সি লাই চীন সরকারের পক্ষ থেকে জাকার্তার বিমান বন্দরে ইন্দোনেশিয়া সরকারের প্রতিনিধি ইন্দোনেশিয়ার সামাজিক পরিসেবা মন্ত্রী বাকতিয়া ছামসজাহকে এ ত্রাণসামগ্রি হস্তান্তর করেছেন।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্রে ২৮ মার্চ রিক্টার স্কেলে ৮.৫ মাত্রার প্রবল ভূকম্পে ৬শতাধিক লোক প্রাণ হারিয়েছেন, ২০ হাজারেরও বেশী লোক গৃহ হারিয়েছেন। ইন্দোনেশিয়ার গুরুতর ক্ষতিগ্রস্ত নিয়াস দ্বীপে ত্রাণকার্যের জন্য চীন সরকার ইন্দোনেশিয়ার কাছে ৫ লক্ষ মার্কিন ডলারের চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারপর আরও অতিরিক্ত ২০ লক্ষ মার্কিন ডলারের নগদ অর্থ ও ত্রাণসামগ্রি যুগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
|