রোজ ভোরে হোনান প্রদেশের ৩৫ বছর বয়স্কা কৃষক হো ইয়েন মেই তার স্বামীকে তাদের প্রিয় মোটর ট্রাইসাইকেল চালিয়ে বাইরে গিয়ে পরিবহনকাজ করতে বলেন । এই মোটর ট্রাইসাইকেল হো ইয়েন মেই'র ২০০৩ সালে অথর্নৈতিক সমবায়ের কাছ থেকে দারিদ্র্যবিমোচন খাতে পাওয়া ২০০০ রেনমিনপি ঋণ দিয়ে কেনা । তিনি বলেছেন , এই ঋণ তাদের খুবই কাজে লেগেছে । মোটর ট্রাইসাইকেল থাকার পর স্বামী-স্ত্রী দু'জন এটি দিয়ে গ্রামবাসীদের জন্য মাল ও যাত্রী পরিবহন করে থাকেন । পরিবারের আয় অনেক বেড়েছে । তিনি বলেছেন ,
"এই ট্রাইসাইকেল দিয়ে পরিবহন কাজ করে রোজ ৫০ রেনমিনপি'র বেশী উপাজর্ন হয় । বেশীর পক্ষে দুয়েক শো রেনমিনপি উপাজর্ন হয় । গ্রামাঞ্চলে এই অথর্টা নিতান্ত কম নয়।এই ধরণের ঋণ শুধু আমার পরিবারেরই নয় , অনেক পরিবারেরও উপকার করেছে।"দুয়েক হাজার রেনমিনপি চীনের বড় বড় শহরের লোকদের পক্ষে সামান্য অর্থ হলেও হো ইয়েন মেই'র মতো দরিদ্র গ্রামবাসীদের পক্ষে তাদের পরিবারগুলোর দারিদ্র্য বিমোচনের নতুন বিন্দুতে পরিণত হয়েছে ।
অতীতে হো ইয়েন মেই'র জন্মভূমি নান চাও জেলা ছিলো দুগর্ম , পশ্চাত্পদ ও আধুনিক গন্ধের অভাবগ্রস্ত । কিন্তু এই কয়েক বছরে হো ইয়েন মেই'র পরিবারের মতো স্থানীয় অনেক পরিবার সরকারের দেয়া ছোট অংকের ঋণ ব্যবহার করে পরিবহনের কাজ চালিয়ে জলজ দ্রব্য লালনপালন করে অথর্করী গাছপালা লাগিয়ে তাদের অবস্থার দিনদিন উন্নতি ঘটিয়ে চলেছেন । এই সব দরিদ্র কৃষকদের ঋণদানকারী ইউনিট হচ্ছে নান চাও জেলার দারিদ্র্য বিমোচন অথর্নৈতিক সমবায় । সমবায়ের পরিচালক গৌ ছিয়াং ইউয়ান সংবাদদাতাকে বলেছেন ,
"আমাদের নান চাও জেলায় ১৯৯৫ সাল থেকে স্বল্প ঋণ কমর্সূচী শুরু হয় । চীন সরকার দারিদ্র্য বিমোচন পুঁজি সময়মত কৃষক পরিবারগুলোর কাছে না পৌছুঁনোর অবস্থার পরিবতর্নের জন্য চীনের সমাজবিজ্ঞান একাডেমীর মাধ্যমে গ্রামীণ ট্রাস্ট পুঁজি প্রযুক্তি আমদানি করে চীনে চারটি ছোট অংকের ঋণদানের পরীক্ষামূলক ঘাঁটি স্থাপন করেছে । নান চাও জেলা হচ্ছে সেগুলোর অন্যতম । দশ বছরের মধ্যে আমরা মোট ৭৭১৫টি কৃষক পরিবারকে মোট সাড়ে ছয় কোটি রেনমিনপি'রও বেশী ঋণ দিয়েছি ।"
চীনের সমাজবিজ্ঞান একাডেমীর প্রতিষ্ঠিত নান চাও জেলা সহ ছোট অংকের ঋণদানের পরীক্ষামূলক কেন্দ্রগুলোর পুঁজি এসেছে গ্রামীণ ট্রাস্ট ,সিটিগ্রুপ ইত্যাদি আন্তজার্তিক সংস্থার দেয়া কম সুদের ঋণ বা অপরিশোধনীয় সাহায্য থেকে । গত শতাব্দীর নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় থেকে চীনের সমাজবিজ্ঞান একাডেমীর গ্রামীণ উন্নয়ন গবেষণাগার প্রযুক্তি অধ্যয়ন , উত্পাদন উন্নয়ন ও আয় বধর্নে কৃষকদের সাহায্য করার জন্য এই সব সহায়তা পুঁজি ছোট অংকের ঋণদানের আকারে সরাসরি কৃষক পরিবারগুলোর কাছে পৌঁছে দেয় । এই ছোট অংকের ঋণ একবারে দেয়া হয় আর কিস্তিতে পরিশোধ করা হয় বলে কৃষকরা তা নিতে খুবই পছন্দ করেন এবং পরিশোধ-হারও খুবই উঁচু ।
হোনান প্রদেশের নান চাও জেলার কথাই ধরা যাক ,এপযর্ন্ত নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ কৃষক পরিবার ঋণ পরিশোধ করেছে । কৃষক হো ইয়েন মেই বলেছেন ,গ্রামবাসীদের সবাই এই ধরণের ঋণদানের উপায়ের প্রশংসা করেন । তিনি বলেছেন ,
"গ্রামাঞ্চলে এই ছোট অংকের ঋণ একবারে দেয়া হয় আর কিস্তিতে পরিশোধ করা হয় বলে তা খুবই সুবিধাজনক । এতে আমরা খুবই সন্তুষ্ট । গ্রামাঞ্চলে খুবই বেশী অর্থ উপাজর্ন করা যায় না । আমাদেরকে কিস্তিতে ধীরে ধীরে পরিশোধ করতে দেয়া এই ঋণের সবচেয়ে ভালো দিক ।"
এখন চীনের বিভিন্ন স্থানে প্রায় একশোটিরও বেশী নান চাও জেলার দারিদ্র্য বিমোচন অথর্নৈতিক সমবায়ের মতো সংস্থা দরিদ্র কৃষকদের এই ছোট অংকের ঋণদানের পরিসেবা দিচ্ছে । সেগুলোর মোট পুঁজির মূল্য প্রায় এক বিলিয়ন রেনমিনপি । বেশীরভাগ পুঁজি এসেছে বিদেশ থেকে । কিছু পুঁজি এসেছে অপরিশোধনীয় চাঁদা থেকে , কিছু পুঁজি এসেছে অতিকম সুদের ঋণ থেকে । আন্তজার্তিক সমাজের যত্নের প্রতিনিধিত্বকারী বিভিন্ন পুঁজির বৃহত্তম ফলপ্রসূতা অজর্নের জন্য বিভিন্ন ছোট অংকের ঋণদাতা সংস্থার কর্মীরা খুবই নিষ্ঠার সংগে সে সব পুঁজির ব্যবস্থাপনা করছেন ।
|