২১শে এপ্রিল জাপানের প্রধানমন্ত্রী কোইজুমি জুনিছিরো জাপান ত্যাগ করে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা গিয়ে ২০০৫ সালের এশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার আগে গণ-মাধ্যমের কাছে বলেছেন যে , যদিও সম্প্রতি কিছু সমস্যায় জাপান আর চীনের মধ্যে মতভেদ আছে , কিন্তু জাপান আর চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন দুদেশের উন্নয়নে তাত্পর্যসম্পন্ন ।
২১শে এপ্রিল জাপানের অর্থমন্ত্রণালয়ের প্রকাশিত একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , চীন ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়িয়ে জাপানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে । ২০০৪ অর্থ বছরে , জাপান আর চীনের (চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সহ ) মধ্যকার বাণিজ্যের মোট পরিমাণ প্রায়ই দুই শো বিলিয়ন মার্কিন ডলার ।
|