২১শে এপ্রিল জাপানের অর্থ ও বাণিজ্য কমিটির সভাপতি মিকিও সাসাকি আর জাপানের গাড়ী শিল্প কমিটির সভাপতি ইটারু কৌটা বলেছেন যে , জাপানের বাণিজ্য কোম্পানি আর গাড়ি শিল্প-প্রতিষ্ঠানের চীনের সংক্রান্ত রণনীতি পরিবর্তন হবে না ।
২১শে এপ্রিল জাপানের জিজি বার্তা সংস্থার একটি খবরে বলা হয়েছে যে , সেদিন অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে মিকিও সাসাকি বলেছেন যে , চীন হচ্ছে জাপানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার আর অপরিহার্য অর্থনৈতিক অংশীদার , দুদেশের মধ্যকার সমস্যা সমাধান করতে হলে অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সংলাপ আর আদান-প্রদান জোরদার করতে হবে ।
সাংবাদিক সম্মেলনে ইটারু কৌটা বলেছেন যে , জাপান আর চীনের শিল্প-প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই পরস্পরের অনুপুরক সম্পর্ক প্রতিষ্ঠিত করেছে , ভবিষ্যতে চীনের বাজার স্থিতিশীল উন্নয়নকে বজায় রাখবে । তিনি আশা করেন , দুদেশ যত তাড়াতাড়ী সম্ভব সংলাপের মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রে দুদেশের সমস্যা সমাধান করবে ।
|