চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ২১ এপ্রিল ব্রুনেই তার রাষ্ট্রীয় সফর শেষ করে ব্রুনেই'র রাজধানী বন্দর সেরিবেগাওয়ান ত্যাগ করে ইন্দোনেশিয়া পৌঁছে তার তিনটি দক্ষিন-পূর্ব এশীয় দেশ সফর অব্যাহত রেখেছেন।
বন্দর সেরিবেগাওয়ান ত্যাগ করার প্রাক্কালে হু চিনথাও ব্রুনেই'র সুলতান হাজি হাসানাল বোল্কিয়ার সংগে ব্রুনেই'র রাজপ্রাসাদে বিদায়ী সাক্ষাত করেছেন এবং তার সম্মানে আয়োজিত এক বিদায় সংবর্ধনায় অংশ নিয়েছেন ।
২১ তারিখে হু চিনথাও ব্রুনেই'র যাদুঘর , ব্রুনেই নদীর জলে ভাসমান পল্লী পরিদর্শন করেছেন এবং চীনা দূতাবাসের কর্মকর্তা, চীনা বানিজ্য সংস্থার প্রতিনিধি এবং চীনা ছাত্রছাত্রীদের সংগে সাক্ষাত করেছেন ।
ব্রুনেই'র সুলতান সুদান বোল্কিয়ার আমন্ত্রনে হু চিনথাও ২০ তারিখে ব্রুনেই পৌঁছে তার রাষ্ট্রীয় সফর শুরু করেন।
|