ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বরিস্ টারাসিউক ২১ তারিখে লিথুয়েনিয়ার রাজধানী ভিলনিউসে বলেছেন, ইউক্রেন তিন বছরের মধ্যে সামরিক ক্ষেত্রের বিভিন্ন সংস্কার চালাবে। যাতে ২০০৮ সালে নেটোয় যোগ দেয়া যায়।
ভিলনিউসে আয়োজিত ইউক্রেন-নেটো কমিটির সম্মেলনে অংশ নেয়ার পর টারাসিউক এই কথা বলেছেন। তিনি আরও বলেছেন, ইউক্রেন নেটোর সঙ্গে ব্যাপক সহযোগিতা চালিয়েছে এবং অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে। নেটোয় ইউক্রেনের যোগদান ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতার সহায়ক হবে।
নেটোর মহাসচিব জাপ দি হুপ স্কেফার্ বলেছেন, যাতে ইউক্রেন যথাশীঘ্র সম্ভব নেটোয় যোগ দিতে পারে সেজন্য এই সংস্থা ইউক্রেনকে সামরিক সংস্কার চালাতে সাহায্য করার সাধ্যমত প্রচেষ্টা চালাবে। তাছাড়া নেটো এই সব সংস্কারের নিয়মিত মূল্যায়নও করবে।
|