পেইচিংয়ের একটি সংবাদ জ্ঞাপন সম্মেলন থেকে জানা গেছে, "প্রথম চীন-ফ্রান্স স্থানীয় সরকারের সহযোগিতা বিষয়ক উচ্চ পর্যায়ের ফোরাম" চলতি বছরের অক্টোবর মাসে চীনের উ হান শহরে আয়োজিত হবে।
জানা গেছে, এ ফোরামের প্রধান লক্ষ্য "মৈত্রী, সহযোগিতা, উন্নয়ন, উভয়ের জয়" এবং নগর পরিস্থিতি, নগরায়ন, শহুরে যোগাযোগ ও স্থানীয় সরকারের মধ্যে সহযোগিতা পদ্ধতি এই চারটি বিষয় হবে। চীন ও ফ্রান্সের ২০০জন প্রতিনিধি এ ফোরামে দু'দেশের স্থানীয় সরকারের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারিত করা, সহযোগিতার উত্তম পদ্ধতি খোঁজা ও পরস্পরের নগরায়ন ইত্যাদি ক্ষেত্রের অভিজ্ঞতা বিনিময় করা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবেন।
জানা গেছে, এ পর্যন্ত চীন আর ফ্রান্সের মধ্যে ৪৮ জোড়া বন্ধু-প্রদেশ ও বন্ধু-শহর গঠিত হয়েছে।
|