চীনের ভাইস প্রেসিডেন্ট চেং ছিং হোং ২১ এপ্রিল পেইচিংয়ে সফররত ফ্রান্সের প্রধানমন্ত্রী রাফারিনের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, চীন ফ্রান্সের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠ আলাপ-পরামর্শ ও সহযোগিতা বজায় রেখে দু'দেশের সার্বিক রণনৈতিক অংশীদার সম্পর্ককে অনবরত নতুন স্তরে উন্নীত করতে ইচ্ছুক ।
চেং ছিং হোং বলেছেন , চীনপক্ষ দু'দেশের সার্বিক রণনৈতিক অংশীদার সম্পর্কের উত্তম বিকাশের প্রবণতায় আনন্দ ও সন্তোষ বোধ করে । বর্তমানে দু'দেশের রাজনৈতিক পারস্পরিক আস্থা ও রণনৈতিক সহযোগিতা আরও গভীর হয়েছে । আন্তর্জাতিক তপ্ত প্রশ্নগুলোতে ঘনিষ্ঠ আলাপ-পরামর্শ ও কার্যকর সহযোগিতা চলছে । আর্থবাণিজ্যিক সহযোগিতায়ও গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে ।
|