ইতালির প্রধানমন্ত্রী বের্লুস্কোনি সরকারের সম্মুখীণ সংকট নিরসনের জন্য ২০ এপ্রিল প্রেসিডেন্ট সিয়াম্পির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দাখিল করেছেন ।
ঐদিন সিয়াম্পি বের্লুস্কোনির সঙ্গে ৪০ মিনিট ধরে বৈঠক করার পর তাঁকে রাষ্ট্রের জরুরী ব্যাপারাদি পরিচালনার জন্য অব্যাহতভাবে এই পদে বহাল থাকতে অনুরোধ করেছেন । সিয়াম্পি এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া বিলম্বিত করবেন ।
বের্লুস্কোনি ঐদিন সামান্য আগে সিনেটের একটি সভায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন । তিনি বলেছেন , তিনি ইতিমধ্যে ক্ষমতাসীন জোটের অন্য চারটি পার্টির সঙ্গে নতুন সরকার গঠন করে ৫ বছরের কার্যমেয়াদ সম্পন্ন করতে অর্থাত্ ২০০৬ সালের প্রথমদিক পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যেতে সম্মত হয়েছেন ।
ক্ষমতাসীন মধ্য-দক্ষিণ জোট চলতি মাসের প্রথমদিকে অনুষ্ঠিত ইতালির স্থানীয় নির্বাচনে গুরুতর পরাজয় বরণ করার ফলে বের্লুস্কোনি জোটের অন্যান্য পার্টি ও ক্ষমতার বহির্ভূত পার্টিগুলোর চাপের সম্মুখীণ হন এবং ক্ষমতাসীন হওয়ার চার বছরেরর মধ্যে সবচেয়ে গুরুকর সংকটের সম্মুখীণ হন ।
|