চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্য্যালয় ২১ এপ্রিল পেইচিংয়ে "চীনের মেধা-সম্পদের স্বত্বাধিকার রক্ষার নতুন অগ্রগতি" নামে একটি শ্বেতপত্র প্রকাশ করেছে । চীন সরকার মেধা-সম্পদের স্বত্বাধিকার রক্ষার জন্য যে কঠিন প্রচেষ্টা চালিয়েছে ও গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে , শ্বেতপত্রে তা সার্বিকভাবে বর্ণনা করা হয়েছে ।
১৩ হাজার চীনা অক্ষর বিশিষ্ট এই দীর্ঘ শ্বেতপত্রে বলা হয়েছে , চীন বরাবরই দায়িত্বশীল মনোভাব নিয়ে সক্রিয়ভাবে মেধা-সম্পদের স্বত্বাধিকার রক্ষার কাজ চালিয়ে এসেছে এবং মেধা-সম্পদের স্বত্বাধিকারের আন্তর্জাতিক রক্ষার নিয়মে অবিচল থেকে দেশের বাস্তব অবস্থা অনুসারে আনুষংগিক মেধা-সম্পদের স্বত্বাধিকার রক্ষার কাজ নির্ধারণ করেছে । অনেক বছর ধরে গোটা সমাজের মিলিত প্রচেষ্টায় চীনের মেধা-সম্পদের স্বত্বাধিকার রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে ।
শ্বেতপত্রে বলা হয়েছে , সাম্প্রতিক বছরগুলোতে চীন মেধা-সম্পদের স্বত্বাধিকার রক্ষার ক্ষেত্রে আইন প্রয়োগের মাত্রা বাড়িয়েছে । গত বছরের আগষ্ট মাস থেকে সারা দেশে প্রায় দেড় বছর ধরে মেধা-সম্পদের স্বত্বাধিকার রক্ষার বিশেষ তত্পরতা চালানো হয়েছে এবং ট্রেড মার্ক , রচনার স্বত্বাধিকার , পেটেন্ট রক্ষা ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ও জালবহুল অঞ্চলগুলোতে সক্রিয় পদক্ষেপ নিয়ে মেধা-সম্পদের স্বত্বাধিকার লংঘণকারীদের উপর আঘাত হানা হয়েছে এবং সক্রিয় ফল পাওয়া গেছে ।
শ্বেতপত্রে বলা হয়েছে , চীন সরকার ভবিষ্যতে অব্যাহতভাবে মনোযোগের সঙ্গে নিজের সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তব্য পালন করতে থাকবে এবং আরও সক্রিয় ও উন্মুক্ত মনোভাব নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা জোরদার করে যৌথভাবে বিশ্বের আওতায় মেধা-সম্পদের স্বত্বাধিকার রক্ষার উত্তম ব্যবস্থা নেবে ও পরিবেশের গঠন ত্বরান্বিত করবে ।
|