২১ এপ্রিল চীনের বৈদেশিক গণমৈত্রী সমিতি সূত্রে জানা গেছে , বিশ্বের পৌর ও স্থানীয় সরকারের যুক্ত সংস্থা ৮ থেকে ১০ জুন পর্যন্ত পেইচিংয়ে তার বার্ষিক অধিবেশন অর্থাত্ বিশ্ব মেয়র ফোরামের আয়োজন করবে । এই সংস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর চীনে এই প্রথম বিশ্ব মেয়র পরিষদ অধিবেশন ও প্রধান বিষয়ে ফোরামের আয়োজন করছে ।
জানা গেছে , তখন এই সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা এবং ১২০টিরও বেশী দেশের সদস্যশহরের প্রতিনিধিরা আর চীন সরকারের উর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট শিল্পপতিরা-সহ ৫০০'রও বেশী ব্যক্তি সমবেত হয়ে জাতিসংঘের সহস্রাব্দী উন্নয়নের লক্ষ্যমাত্রা , শহরের দুর্যোগ প্রতিরোধ ও সংকট ব্যবস্থাপনা ইত্যাদি বিষয় নিয়ে সক্রিয়ভাবে চীনের বাস্তব অবস্থা ও স্থানীয় বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ শহরের উন্নয়নের উপায় অন্বেষণ করবেন এবং অধিবেশনে অংশগ্রহণকারীদের শহর উন্নয়নে বিশ্বের বিভিন্ন দেশের স্থানীয় সরকারের ভূমিকা জানতে সাহায্য করবেন ।
|