v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-21 18:46:51    
চীন-ফ্রান্স সার্বিক রণনৈতিক অংশীদার সম্পর্কের লক্ষ্য অর্জন ওয়েন চিয়া পাও'র আশা

cri
    চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ২১ এপ্রিল পেইচিংয়ে সফররত ফ্রান্সের প্রধানমন্ত্রী রাফারিন-এর সঙ্গে সাক্ষাতকালে বলেছেন, চীন এবং ফ্রান্সের উচিত বিশ্বের শান্তি ও উন্নয়নের স্বার্থে উচ্চস্তরের দায়িত্ববান দৃষ্টিভংগী নিয়ে দু'দেশের সার্বিক রণনৈতিক অংশীদার সম্পর্ক অর্জনের লক্ষ্য নির্ধারণ করা এবং মিলিতভাবে বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বাস্তবায়নের জন্য অবদান রাখা।

    ওয়েন চিয়া পাও চীন ও ফ্রান্সের সম্পর্কের সক্রিয় মূল্যায়ণ করেছেন। তিনি আশা করেন, চীন এবং ফ্রান্স জাতি সংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ হিসেবে অব্যাহতভাবে উচ্চ পর্যায়ে পারস্পরিক আদান-প্রদান বজায় রাখবে, জাতি সংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় সমন্বয় ও সহযোগিতা ঘনিষ্ঠ করবে,সক্রিয়ভাবে আর্থ-বাণিজ্যিক সম্পর্ক ত্বরান্বিত করবে, শক্তি সম্পদ, পরিবহন, বিমান চলাচল, কৃষি আর পরিবেশ সংরক্ষণ ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে এবং বিভিন্ন ধরনের আন্তঃসরকার সহযোগিতা ব্যবস্থাপনা গঠন ও উন্নয়ন করবে।

    রাফারিন বলেছেন, ফ্রান্স দু'দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ককে শুভ দৃষ্টিতে দেখে। ফ্রান্স চীনের সঙ্গে পারস্পরিক উপকারিতার ভিত্তিতে পুরোপুরিভাবে উভয়ের পরিপুরক সুবিধা কাজে লাগিয়ে বাণিজ্য, শক্তি সম্পদ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে সহযোগিতা জোরদার , অব্যাহতভাবে সংস্কৃতি এবং শিক্ষা ক্ষেত্রে আদান-প্রদান ত্বরান্বিত করার আশা পোষণ করে।

    বৈঠকের পর দু'দেশের দুই প্রধানমন্ত্রী কৃষি, বিমান চলাচল এবং শক্তি সম্পদ ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়েছেন।