ব্রুনেইয়ে রাষ্ট্রীয় সফররত চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২১ এপ্রিল ব্রুনেইয়ের রাজধানী বান্দার সেরি বাগাওয়ানে বলেছেন, তিনি আশা করেন, চীন এবং ব্রুনেইয়ের শিল্পপতিরা দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতার সুপ্ত শক্তি অনুসন্ধান এবং সহযোগিতার বিষয় সম্প্রসারিত করবেন।
হু চিন থাও ব্রুনেই-চীন মৈত্রী সমিতির আয়োজিত ব্রুনেইয়ের শিল্প ও বাণিজ্য মহলের গণ-সংবর্ধনা ও মধ্যাহ্ন ভোজে উপরোক্ত কথা বলেছেন। তিনি বলেছেন, চীন এবং ব্রুনেইয়ের অর্থনীতির পারস্পরিক পরিপূরকতা বেশী। দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার ভবিষ্যত খুব বিস্তীর্ন। ব্রুনেইয়ে অর্থনীতির বহুবিধ রণনীতি পালন সমর্থনের জন্য চীন অব্যাহতভাবে চীনের শক্তিশালী শিল্পখাতকে ব্রুনেইয়ের বিভিন্ন অবকাঠামো নির্মানে অংশ নিতে উত্সাহ দেবে। ব্রুনেইয়ের শিল্প মহলকে চীনে এসে পুঁজিবিনিয়োগ করতেও চীন স্বাগত জানায়।
ব্রুনেই- চীন মৈত্রী সমিতির চেয়ারম্যান কামারুদ্দিন চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক সম্পর্ক আরো গভীর করার প্রত্যাশা করেন। তিনি বলেছেন, তা দু'দেশের সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করবে।
|