২০শে এপ্রিল ম্যাকাওয়ে ৫৪তম প্যাসিফিক এশিয়া পর্যটন সমিতির বার্ষিক সম্মেলন সমাপ্ত হয়েছে ।
এবারকার বার্ষিক সম্মেলনের প্রধান বিষয় হলো " পর্যটন মহলের অংশীদারদের সংগে যোগাযোগ" , এবারকার সম্মেলন ভবিষ্যতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পর্যটন-শিল্পের অব্যাহত উন্নয়নের জন্যে তাত্পর্যসম্পন্ন । সম্মেলনে অংশগ্রহণকারীরা অনুমাণ করেছেন যে , আগামী তিন বছরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিদেশী পর্যটকদের সংখ্যা একটানা বৃদ্ধি হবে ।
সমিতির চেয়ারম্যান আর প্রশাসনিক প্রধান পিটার দে জোং মনে করেন , এবারকার বার্ষিক সম্মেলন খুবই সাফল্যজনক , এই থেকে প্রমাণিত হয়েছে যে , ম্যাকাওয়ের বিরাটাকার আন্তর্জাতিক সম্মেলন সংগঠনের ক্ষমতা আছে । তিনি বলেছেন যে , ম্যাকাওয়ের স্থাপনা , হোটেল আর শহরের পরিবেশ খুবই ভালো , ম্যাকাও অব্যাহত উন্নয়ন করলে , তার সম্মেলন-প্রদর্শনি শিল্পের ভবিষ্যত আরো উজ্জ্বল হবে।
এশিয় প্রশান্ত মহাসাগরিয় অঞ্চলের পর্যটন মসিতি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয় , এই সমিতি হলো এশিয়া প্রশান্ত মহাসাগরিয় অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ পর্যটন সংস্থা , তার লক্ষ্য হলো এশিয়া প্রশান্ত মহাসাগরিয় অঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করা , পর্যটনের গুণগত মান উন্নত করা এবং বিভিন্ন আঞ্চলিক সদস্যের উপকার করা ।
|