 রাশিয়ার প্রেসিডেণ্ট পুটিন ২০ এপ্রিল সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইসের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের উচিত দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সুষ্ঠু বিকাশ বজায় রাখার জন্য যৌথ প্রয়াস চালানো।
পুটিন এবং রাইস দু'দেশের সহযোগিতা ও সংলাপ প্রক্রিয়ার উচ্চ প্রশংসা করেছেন এবং মনে করেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপ করা দু'পক্ষের অনুকূল।
একই দিন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরোভ রাইসের সঙ্গে সাক্ষাত্ করার পর বলেছেন, যদিও রাশিয়া আর যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু সমস্যায় মতভেদ রয়েছে, তবুও রুশ-মার্কিন সম্পর্কের সুদৃঢ় ভিত্তি আছে।
একই দিন, সংবাদ মাধ্যমকে সাক্ষাত্কার দেয়ার সময়ে রাইস বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার মিত্র হতে চায় এবং সাবেক সোভিয়েট এলাকায় রাশিয়ার প্রভাব কমিয়ে দিতে চায় না। লাটভিয়া, রাশিয়া এবং জর্জিয়ায় মার্কিন প্রেসিডেণ্ট বুশের আসন্ন সফর প্রসংগে তিনি বলেছেন, মার্কিন-লাটভিয়া সম্পর্ক অথবা মার্কিন-জর্জিয়া সম্পর্ক মার্কিন-রাশিয়া সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফলবে না। তিনি আরো বলেছেন, ইউক্রেন নেটোর সঙ্গে সহযোগিতার পরিকল্পনা চালাবে, কিন্তু, নেটোয় অংশগ্রহণ করতে পারবে কিনা, তা ইউক্রেন নিজের ওপর নির্ভর করবে।
|