২১ তারিখে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের আমন্ত্রণে ফ্রান্সের প্রধানমন্ত্রী জীন-পিয়েরে রাফারিন পেইচিংয়ে পৌঁছে চীনে তাঁর তিনদিনব্যাপী আনুষ্ঠানিক সফর শুরু করেছেন । এবার হচ্ছে প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পর তাঁর দ্বিতীয় চীন সফর ।
পেইচিং থাকাকালে, রাফারিন আলাদা আলাদাভাবে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও, ভাইস-প্রেসিডেন্ট জেং ছিংহোংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং চীন-ফ্রান্স রাজনৈতিক, আর্থ-বাণিজ্যিক ও সাংস্কৃতিক সহযোগিতা আর চীন-ইউরোপ সম্পর্ক নিয়ে গভীরভাবে মত বিনিময় করবেন । চীন ও ফ্রান্স একাধিক সহযোগিতামূলক দলিলপত্র স্বাক্ষর করবে ।
পেইচিং ছাড়া, রাফারিন শেনইয়াং এবং সাংহাই মহানগর সফর করবেন । শেনইয়াং শহরে তিনি উত্তরপূর্বাঞ্চলের তিনটি প্রদেশ ও ফ্রান্সের আর্থ-বাণিজ্যিক বৈঠকে অংশগ্রহণ করবেন । সাংহাই মহানগরে তিনি তিনবার বক্তৃতা ও ভাষণ দেবেন ।
২০০২ সালের মে মাসে রাফারিন ফ্রান্সের প্রধানমন্ত্রী হন, ২০০৪ সালের মার্চ মাসে, তিনি আবার প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত হয়েছেন । ২০০৩ সালের এপ্রিল মাসে, তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে চীনে আনুষ্ঠানিক সফর করেছেন ।
|