মিসরের প্রেসিডেন্ট হোসনী মুবারাক ২০ তারিখে কাইরোয় বলেছেন, আরব ও ইসরাইলের সংঘর্ষের ন্যায়সংগত সমাধান মধ্য-প্রাচ্যের স্থায়ী শান্তি বাস্তবায়নের পূর্বশর্ত।
তিনি বলেছেন, মধ্য-প্রাচ্য সমস্যার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের উচিত সার্বিকভাবে উপলদ্ধি করা যে, আরব ও ইসরাইলের সংঘর্ষ ন্যায়সংগতভাবেসমাধান না করলে, অঞ্চলের স্থিতিশীলতা স্থায়ী হবে না, হিংসা দিয়ে হিংসার বদলা নেয়ার ঘটনা আবার ঘটবে। মধ্য-প্রাচ্য সার্বিক ও স্থায়ী শান্তি বাস্তবায়ন না করলে, অঞ্চলের সহিংস সংঘর্ষ বন্ধ হবে না।
তিনি বলেছেন, চার বছর বন্ধ হওয়ার পর মধ্য-প্রাচ্যের শান্তি প্রক্রিয়ার আবার সক্রিয় অগ্রগতি হয়েছে, ফিলিস্তিন পক্ষ শান্তি বৈঠক আবার শুরু করার বহু সক্রিয় প্রয়াস করেছে। সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের উচিত এ সুযোগ ধরে মধ্য-প্রাচ্যের শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া। তিনি আবার বলেছেন, মিসর অব্যাহতভাবে মধ্য-প্রাচ্যের শান্তি বৈঠকের জন্যে সক্রিয়ভাবে মধ্যস্থত।
|