চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্য উ পাং কুও ও চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন ২০ এপ্রিল আলাদ আলাদভাবে পেইচিংয়ে সফররত স্পেনের ক্যানসিলার রোজো কার্সিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন। তাঁরা বলেছেন, চীন পক্ষ স্পেনের সঙ্গে মিলিত প্রয়াস চালিয়ে দ্বিপাক্ষক সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।
উ পাং কুও দু'দেশের মধ্যে কূটনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর অর্জিত অগ্রগতি নিয়ে সক্রিয় মূল্যায়ন করেছেন। তিনি বলেছেন, চীনের জাতীয় গণ কংগ্রেস স্পেনের সংসদের সঙ্গে বিভিন্ন পর্যায়ের ও বিভিন্ন ধরণের আদান-প্রদান চালাতে ইচ্ছুক। যাতে দু'দেশের জনগণের মধ্যে সমঝোতা ও আস্থা বাড়ে এবং দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করা যায়।
চিয়া ছিং লিন বলেছেন, চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলন স্পেনের সংসদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করে মিলিতভাবে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও জনগণের মৈত্রী ত্বরান্বিত করার জন্য অবদান রাখতে ইচ্ছুক।
রোজো বলেছেন, স্পেনের সরকার ও সংসদ বরাবরই চীনের সঙ্গে সম্পর্কের উপর গুরুত্ব দিয়ে আসছে এবং চীনকে স্পেনের গুরুত্বপূর্ণ আন্তরিক অংশীদার বলে মনে করে। স্পেন পক্ষ চীনের সঙ্গে মিলিতভাবে দু'দেশের সম্পর্কের আরো দ্রুত ও সুষ্ঠু উন্নয়নের জন্য প্রয়াস চালাতে ইচ্ছুক। স্পেনের সংসদ চীনের জাতীয় গন কংগ্রেস ও রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করে দ্বিপাক্ষিক সম্পর্ক সার্বিকভাবে ত্বরান্বিত করতে ইচ্ছুক।
|