চীনের প্রথম মহাসাগরীয় বৈজ্ঞানিক পর্যবেক্ষণ এখন সুষ্ঠুভাবে চলছে। বৈজ্ঞানিক পর্যবেক্ষণ দল এখন পরিকল্পনা অনুযায়ী পশ্চিম প্রশান্ত মহাসাগরে কাজ করছে এবং কিছু উপকারী তথ্য ও সাগরের তলদেশের খনিজ পদার্থ এবং পরিবেশের নমুনা পেয়েছে।
জানা গেছে, চীনের প্রথম মহাসাগরীয় বৈজ্ঞানিক পর্যবেক্ষণ এপ্রিল মাসের প্রথম দিকে শুরু হয়। একটি "মহাসাগর এক" নামক বৈজ্ঞানিক পর্যবেক্ষণ জাহাজ এবারকার ৩০০ দিন-ব্যাপী বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ব্যবহৃত হচ্ছে। এই জাহাজ প্রশান্ত মহাসাগর, এটল্যান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ চালাচ্ছে, এখন জাহাজটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে চলছে। পর্যবেক্ষণ দল এই জলসীমার গভীরে ছবি তুলিয়েছে এবং চীনা জনগণের শুভেচ্ছা নিয়ে চারটি বোতল প্রশান্ত মহাসাগরে ফেলেছে।
|