v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-20 20:15:53    
দক্ষিন কোরিয়া উত্তরকোরিয়াকেছ'পক্ষীয় বৈঠকে ফিরে আসতে তাগিদ দেয়

cri
    ২০ তারিখে সিউলে এক সাংবাদিক সম্মেলনে দক্ষিন কোরিয়ার পররাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী বান কি মুন এক ভাষণে উত্তর কোরিয়াকে যততাড়াতাড়ি সম্ভব কোরিয় উপদ্বীপের পারমানবিক সমস্যা সংক্রান্ত ছ' পক্ষীয় বৈঠকে ফিরে আসতে তাগিদ দিয়েছেন ।

    তিনি বলেছেন , সম্প্রতি উত্তর কোরিয়া ইয়োং-বিয়োন পারমানবিক রি একটর বন্ধ করার এবং অব্যবহার্য পুরানো পারমানবিক জ্বালানীস্টিক স্থানান্তরকরার পরিকল্পনা নিয়েছে তাতে দক্ষিন কোরিয়া গভীর উদ্বেগ প্রকাশ করে । তিনি বলেছেন , উত্তর কোরিয়া যদি অব্যবহার্য পুরানো পরামানবিক স্টিক স্থানান্তরিত করে তাহলে এটা শুধু আন্তর্জাতিক সমাজের কুটনৈতিক পদ্ধতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে কোরিয় উপদ্বীপের পারমানবিক সমস্যা সমাধান করার আশাআকাঙক্ষার পরিপন্থীই নয় , তা উত্তর কোরিয়ার নিজের স্বার্থের সংগেও সংগিতপূর্ণ নয় । তিনি উত্তর কোরিয়াকে যততাড়াতাড়ি সম্ভব ছ'পক্ষীয় বৈঠকের ছাঁচে ফিরে আসতে তাগিদ দিয়েছেন ।

    জাতিসংঘস্থ উত্তর কোরিয়ার উপস্থায়ী প্রতিনিধি হান সোং রিল সম্প্রতি বলেছেন , উত্তর কোরিয়া ইতিমধ্যে ইয়োংবিয়েনের পারমানবিক রি একটর বন্ধ করেছে এবং অব্যবহার্যপুরানো পারমানবিক জ্বালানী স্টিক স্থানান্তর করার এবং উত্তর কোরিয়ার পারমানবিক অস্ত্রের বিস্তার প্রতিরোধকরার ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ।