বার্ষিক ওয়েই ফাং আন্তর্জাতিক ঘুড়ি উত্সব ২০ এপ্রিল পূর্ব চীনের শান তুং প্রদেশের ওয়েই ফাং শহরে শুরু হয়েছে।
চীনের ঘুড়ির রাজধানী হিসেবে খ্যাত ওয়েই ফাং ১৯৮৪ সাল থেকে প্রতি বছরে আন্তর্জাতিক চিল উত্সব আয়োজন করে। তাতে পৃথিবীর বিভিন্ন দেশের ঘুড়ি বিশেষজ্ঞ ও অনুরাগীরা ওয়েই ফাংয়ে গিয়ে ঘুড়ি উড়ানো উপভোগ করেন এবং প্রতিযোগিতায় অংশ নেন। চলতি বছরের ঘুড়ি উত্সবের সময়ে সংশ্লিষ্ট পক্ষ প্রথমবারের মতো আন্তর্জাতিক ঘুড়ি প্রতিযোগিতা চালাবে। মোট ৪০টিরও বেশী দেশ ও অঞ্চলের ৫০টিরও বেশি প্রতিনিধি দল এতে অংশ নেবে। ১০-হাজার-লোক-ঘুড়ি-উড়ানে অনুষ্ঠান ও বাতি প্রদর্শনী ইত্যাদি বিভিন্ন চীনের ঐতিহ্যিক অনুষ্ঠানে যোগ দেবেন।
|