দক্ষিন কোরিয়ার ঐক্য মন্ত্রী চুং তুং-ইয়োং ২০ তারিখে বলেছেন , দক্ষিন কোরিয়া সরকার আর ক্ষমতাসীন ইউরি পার্টি কোরিয় উপদ্বীপের পারমানবিক সমস্যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দাখিল করা এবং উত্তর কোরিয়ার উপর শাস্তি ব্যবস্থা আরোপ করার বিরোধিতা করে ।
২০তারিখে সরকার আর ক্ষমতাসী পার্টির এক যৌথ অধিবেশনে অংশগ্রহন করার পর তিনি বলেছেন , ইউরি পার্টির সংসদ-সদস্যরা মনে করেন যে , কোরিয় উপদ্বীপের পারমানবিক সমস্যা নিরাপত্তা পরিষদে দাখিল করা এবং উত্তর কোরিয়ার উপর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ায় শুধু পরিস্থিতির আরও অবনতি হতে পারে । চুং তুং-ইয়োং বলেছেন , পরিস্থিতির পরিবর্তনযাই হোক না কেন দক্ষিন-উত্তর অর্থনৈতিক সহযোগিতা অব্যাহতভাবে চলতে থাকবে । একই সংগে তিনি উত্তর কোরিয়াকে যততাড়াতাড়ি সম্ভব ছ'পক্ষীয় বৈঠকে ফিরে আসতে তাগিদ দিয়েছেন ।
হোয়াটহাউসের মুখপাত্র ম্যাকলেল্লান ১৮তারিখে বলেছেন , যদি উত্তর কোরিয়া অব্যাহতভাবে ছ'পক্ষীয় বৈঠকে অংশ নিতে অস্বীকার করে , তাহলে যুক্তরাষ্ট্র সম্ভবত সমস্যাটি নিরাপত্তা পরিষদে দাখিল করবে এবং উত্তর কোরিয়ার উপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করবে ।
|