চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিভাগের মুখপাত্র চেন চিংপিং ২০ তারিখে পেইচিংয়ে বলেছেন , এ বছরের প্রথম কোয়ার্টারে চীনা নাগরিকদের ব্যয় গত বছরের অনুরুপ সময়ের তুলনায় ২.৮ শতাংশ বেশী ।
২০তারিখে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন , আন্তর্জাতিক বাজারের অশোধিত তেল , কাচামালের দাম অপেক্ষাকৃত উচু ছিল ,চীনের স্থিরিকৃত সম্পদের অর্থবিনিয়োগের আকার বড়, শক্তি ও পরিসেবামূলক পন্যদ্রব্যের দাম বেশ বেড়েছে । এসব কারনে চীনা নাগরিকদের ব্যয় বাড়ে , কিন্তু চীনের খাদ্যশস্য আর খাদ্যের মূল্য স্থিতিশীল এবং চীন সরকার নিয়ন্ত্রনব্যবস্থা নিয়েছে বলে নাগরিকদের ব্যয় দ্রুতবেগে বাড়বে না । তিনি মনে করেন , চীনা নাগরিকদের ব্যয় বৃদ্ধি-হার নাগরিকদের সহনীয় আওতায় স্থিতিশীলকরা হবে ।
|