ফ্রান্সের প্রধানমন্ত্রী পিয়েরে রাফারিন ১৯ এপ্রিল প্যারিসে বলেছেন , ফ্রান্স অব্যাহতভাবে চীনের কাছে অস্ত্র বিক্রির উপর আরোপিত নিষেধাজ্ঞার প্রত্যাহার ত্বরান্বিত করতে থাকবে ।
রাফারিন ঐদিন এক সাংবাদিক সাক্ষাত্কারে বলেছেন , ফ্রান্স সবসময় চীনের কাছে অস্ত্র বিক্রির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে সচেষ্ট আছে । কারণ এই নিষেধাজ্ঞা "সেকেলে" , "অন্যায্য" ও "বৈষম্যমূলক" এবং "চীনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রণনৈতিক অংশীদার সম্পর্কের বর্তমান অবস্থার পরিপন্থী" । তিনি বলেছেন , ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের দৃঢ় বিশ্বাস , একটি দায়িত্বশীল বড় রাষ্ট্র হিসেবে চীন অবশ্যই অব্যাহতভাবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্প্রীতিতে বসবাস করবে এবং বিশ্বের স্থিতিশীলতা রক্ষার একটি নতুন মেরু হিসেবে আন্তর্জাতিক মঞ্চে আরও বিরাট ভূমিকা পালন করবে ।
|