চীনের সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথভাবে তৈরী "ছোট ইগল-৫০০" হালকা ধরণের বহুমুখী ব্যবহারোপযোগী বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্প্রতি পশ্চিম চীনের সি আন শহরে সম্পন্ন হয়েছে । এই বিমান চলতি মাসের শেষদিকে উড্ডয়নের যোগ্যতার সার্টিফিকেট পাবে বলে আশা করা হচ্ছে ।
জানা গেছে , "ছোট ইগল-৫০০" হচ্ছে চীনের তৈরী প্রথম ব্যক্তিগত ব্যবহারোপযোগী চার আসন বিশিষ্ট বিমান । তার দীর্ঘ পাল্লা , কম তেলের খরচ , নিরাপত্তা , আরাম , নিম্ন নির্মান ব্যয় ইত্যাদি সদ্গুণ আছে । তাকে ছোট এয়ার-বাস বলেই অভিহিত করা হয় । তার সার্বিক গুণ বিদেশের একই ধরণের বিমানের উন্নত মানে পৌঁচেছে । যোগ্যতার সার্টিফিকেট পাওয়ার পরপরই তার উত্পাদন শুরু হবে । চলতি বছরে ২৪টি এধরণের বিমান উত্পাদিত হবে বলে অনুমান করা হচ্ছে ।
|