গাজা থেকে প্রত্যাহার তত্পরতার প্রথম পদক্ষেপ হিসেবে ইস্রাইলের জাতীয় প্রতিরক্ষা বাহিনী ২০ এপ্রিল গাজা অঞ্চল থেকে তার আংশিক সামরিক সাজসরঞ্জাম ও উপকরণ প্রত্যাহার করতে শুরু করেছে ।
ইস্রাইলের জাতীয় প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র বলেছেন , ইস্রাইলী বাহিনী ঐদিন গাজা অঞ্চলের গুশ কাতিফ ইঁহুদী বসতি থেকে অফিসের আসবাবপত্র , কম্পিউটার ইত্যাদি সামগ্রী রাখা ৩০টি বাক্স ইস্রাইলের অভ্যন্তরের একটি সামরিক ঘাঁটিতে নিয়ে গেছে ।
শারনের উত্থাপিত একতরফা কার্যক্রম অনুযায়ী ইস্রাইলের এবছরের জুলাই মাসের শেষদিকে গাজা থেকে তার মোট ২১টি ইঁহুদী বসতির সব ক'টি আর জর্দান নদীর উত্তরাংশের চারটি ইঁহুদী বসতি প্রত্যাহার শুরু করার কথা । কিন্তু প্রত্যাহার তত্পরতা শুরুর তারিখ ঠিক ইঁহুদীদের স্পর্শকাতর টেম্পল্ মাউন্ট ধ্বংস হওয়ার দিন হওয়ায় এবং প্রস্তুতির কাজ টান টান হওয়ায় ইস্রাইল সরকার এই কার্যক্রমের বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার কথা বিবেচনা করছে ।
|