চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য মুখপাত্র চেং জিং পিং ২০ এপ্রিল পেইচিংয়ে অনুষ্ঠিত এক তথ্যজ্ঞাপন সভায় ঘোষণা করেছেন, এ বছরের প্রথম কোয়ার্টারে চীনের জি ডি পি গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৯.৫ শতাংশেরও বেশী হারে বেড়েছে।
চেং জিং পিং বেলেছেন, প্রথম কোয়ার্টারে চীনের কৃষি উত্পাদনে স্থিতিশীলতা বজায় ছিল। শিল্প উত্পাদন অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে। রপ্তানিতে প্রবল বৃদ্ধির প্রবনতা বজায় ছিল। স্থাবর পরিসম্পদ খাতে পুঁজিবিনিয়োগ ব্যবস্থাপনা কিছু উন্নত হয়েছে। কিছু মাত্রাতিরিক্ত বর্ধনশীল শিল্পে পুঁজিবিনিয়োগ বৃদ্ধির গতি স্পষ্টভাবে প্রশমিত হয়েছে।
চেং জিং পিং আরো বলেছেন, এ বছরে চীন অব্যাহতভাবে স্থিতিশীল আর্থিক নীতি অনুসরণ করবে, যৌক্তিকভাবে আর্থিক ব্যয় সুবিন্যস্ত করবে, সমাজের নিশ্চয়তা বিধান এবং গ্রামের উন্নয়ন ব্যয় বৃদ্ধি করবে এবং কর ব্যাবস্থাপনার সংস্কার স্থিতিশীভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে।
|