১৯ তারিখে এক দিন ব্যাপী "আফ্রিকার উন্নয়নের নতুন অংশীদারী পরিকল্পনা" শীর্ষ সম্মেলন মিসরের সারম এল-সেইখে সামপ্ত হয়েছে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট, আফ্রিকান ইউনিয়নের পালাক্রমিক চেয়ারম্যান ওবাসানজো সেদিন সম্মেলনের পর বলেছেন, আফ্রিকান দেশগুলো বিশ্বায়নের অবস্থায় উদ্বেগজনক চ্যালেঞ্জের সম্মুখী, বিভিন্ন আফ্রিকান দেশের উচিত বাস্তব ব্যবস্থা নিয়ে "আফ্রিকার উন্নয়নের নতুন অংশীদারী পরিকল্পনায়" ধার্য করা উন্নয়নের বিভিন্ন লক্ষ্য কার্যকরী করা, এভাবেই কেবল আফ্রিকা সুষ্ঠু উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে।
ওবাসানজো বলেছেন, "আফ্রিকার উন্নয়নের নতুন অংশীদারী পরিকল্পনায়" নির্ধারিত "আফ্রিকার পারস্পরিক তত্ত্বাবধান পদ্ধতি" উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের নিশ্চয়তা, কিন্তু আফ্রিকান দেশের এই পদ্ধতিতে অংশ নেয়া ও না নেয়ার স্বাধীনতা আছে। তিনি আন্তর্জাতিক সমাজ প্রতি বিভিন্ন আফ্রিকান দেশকে বাস্তব সাহায্য দেয়ার আহ্বান জানিয়েছেন।
|