সোমালিয়ার অন্তঃবর্তীকালীন সরকারের প্রেসিডেণ্ট আব্দুলাহি ইয়ুসুফ আহমেদ ১৯ এপ্রিল কেনিয়ার রাজধানী নাইরোবিতে বিবৃতি প্রকাশ করে বলেছেন যে,সোমালিয়া চীনের "রাষ্ট্রবিভক্তি বিরোধী আইন"কে পুরাপুরি সমর্থন করে। সোমালিয়া আগের মতো একচীন নীতিতে অবিচল এবং চীনের শান্তিপূর্ণ একীকরণকে সমর্থন করবে।
ইয়ুসুফ বিবৃতিতে আরো বলেছেন, বিচ্ছিন্নতাবাদী তত্পরতা বিরোধীতা এবং দমন করা চীন-সহ যে কোনো সার্বভৌম দেশের বৈধ অধিকার। দেশের শান্তিপূর্ণ একীকরণ, চীনের সার্বভৌমত্ব এবং ভূভাগের অখন্ডতা সংরক্ষণ, চীনা জাতির মৌলিক স্বার্থ রক্ষা করার উদ্দেশ্যেই চীনের জাতীয় গণ কংগ্রেসে " রাষ্ট্র-বিভক্তি বিরোধী আইন" গৃহীত হয়েছে। সোমালিয়া অন্তঃবর্তীকালীন সরকার এটাকে সম্পূর্নভাবে সমঝোতা দেয় এবং পুরাপুরি সমর্থন করে।
বিবৃতিতে আরো বলেছেন, সোমালিয়া দীর্ঘকালে একচীন নীতিতে অবিচল এবং চীনের শান্তিপূর্ণ একীকরণ সমর্থন করে থাকে। এ অধিষ্ঠান কখনও পরিবর্তিত হবে না।
|