১৯ তারিখে লেবাননের প্রেসিডেন্ট লাহৌদ বৈরুতে জার্মানীর সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, স্বদেশের ঐক্যরক্ষার জন্যে লেবাননের জনগণের সামর্থ্য আছে এবং হারিরির গুপ্তহত্যার জন্যে দেশের ঝামেলা সমাধান করা যায় ।
তিনি আরো বলেছেন,একইদিনে গঠিত লেবাননের নতুন সরকার হারিরির গুপ্তহত্যার ঘটনা তদন্ত করার আন্তর্জাতিক তদন্ত কমিটির প্রতি সকল সমর্থন আর সাহায্য দেবে , এবং সকল ব্যবস্থা নিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধী ব্যক্তিদের শাস্তি দেবে । তিনি বলেছেন, নতুন সরকারের অনুষ্ঠিতব্য সংসদীয় নির্বাচনের ন্যায়বিচারও স্বচ্ছতা রক্ষার সামর্থ্য আছে ,যাতে নির্বাচনের ফলাফলে লেবাননী জনগণের সত্যি ইচ্ছাকারের প্রতিফলিত হতে পারে ।
একইদিনে, লেবাননের নতুন ক্যাবিনেটের প্রধানমন্ত্রী নাজিব মিকাটি বৈরুতে লেবাননে মোতায়েন সিরিয়ার সেনাবাহিনীর সর্বাধিনায়ক মহাম্মদ ফয়েজ আল-হাফারের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, সিরিয়া- লেবানন সম্পর্ক অভিন্ন স্বার্থের ভিত্তিতে প্রতিষ্ঠিত, লেবাননের নতুন সরকার সিরিয়ার সঙ্গে নতুন ধরণের সম্পর্ক প্রতিষ্ঠা করতে এবং দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা উন্নত করতে আগ্রহী ।
অন্য খবর থেকে জানা গেছে, ১৯ তারিখে মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র আডাম এরেলী বলেছেন যে, যুক্তরাষ্ট্র লেবাননের নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করে লেবাননের নতুন সংসদ নির্বাচনে সাহায্য দেবে ।
১৯ তারিখে মিকাটি এবং প্রেসিডেন্ট লাহৌদ, স্পীকার নাবীহ বারী পরামর্শের পর নতুন সরকার গঠন করার কথা ঘোষণা করেছেন । নতুন সরকারের প্রধানকর্তব্য হচ্ছে সংসদের নির্বাচন আইন প্রণয়ন করা এবং মে মাসে যথাসময়ে সংসদের নির্বাচন আয়োজন করা ।
|