
(নেপালের প্রাক্তণ প্রধানমন্ত্রী)
নেপালের রাজকীয় দুর্নীতি দমন কমিটি ১৯ এপ্রিল প্রাক্তণ প্রধানমন্ত্রী শের বাহদুর দেউপাকে তলব করে তাঁর জড়িত দুর্নীতি সমস্যা সম্পর্কে তাকে জিজ্ঞাস করবেন।
এ কমিটির একজন কর্মকর্তা বলেছেন, দেউপাকে ২৪ ঘণ্টার মধ্যে রাজকীয় দুর্নীতি দমন কমিটিতে আসার আদেশ দেওয়া হয়েছে। গত বছরের অক্টোবরে "প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল" অন্য ব্যাপারে প্রয়োগের মামলার জন্য তাকে তদন্ত করা হবে। এ কর্মকর্তা আরো বলেছেন, ক্ষমতাসীন কালে তিনি একটি জলসেচ প্রকল্পের ঠিকাদার বেছে নেয়ার সময়ে দুর্নীতি করেছেন বলে তাকে জিজ্ঞাস করা হবে।
এ বছরের ১ ফেব্রুয়ারী,প্রাক্তন সরকারের অতি গুরুতর দুর্নীতি সমস্যা ছিল এবং সরকারটি ভালোভাবে কাজ করে নি বলে নেপালের রাজা জ্ঞানেন্দ্র সরকারটি ভেঙ্গে দিয়েছেন। সঙ্গে সঙ্গে রাজকীয় দুর্নীতি দমন কমিটি গঠনের ঘোষণা করেছে। এখন পর্যন্ত এ কমিটি মোট ৬জন প্রাক্তন কর্মকর্তাকে তলব করেছে।
|