ইরাকের রাজধানী বাগদাদের কাছাকাছি ১৯ এপ্রিল দু' টি হামলার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন, অন্য ৩২ জন আহত হয়েছেন।
জানা গেছে, দু'টি হামলা ইরাকী জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সৈন্যদের উপর চালানো হয়েছে। একটি গাড়ি বোমা হামলার শিকার হয়েছে বাগদাদস্থ ইরাকের জাতীয় প্রতিরক্ষা দলের একটি ঘাঁটি। বিস্ফোরণে ২ জন ইরাকী জাতীয় প্রতিরক্ষা সৈন্য সহ কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। অন্য ৩০ জন আহত হয়েছেন।
আরেকটি হামলা ঘটনা বাগদাদের পশ্চিমাঞ্চলে ঘটেছে। সেখানে ইরাকের প্রতিরক্ষা সৈন্য বাহিনীর একটি দল সশস্ত্র আক্রমণের শিকার হয়েছে। এতে ৫ জন নিহত হয়েছেন, অন্য ২ জন আহত হয়েছেন।
|