কুয়েতের গণ মাধ্যমে ১৯ এপ্রিল প্রকাশিত খবরে প্রকাশ,ওপেকের পালাক্রমিক সভাপতি কুয়েতের শক্তিসম্পদ মন্ত্রী আহমাদ ফাহদ আল-সাবাহ সম্প্রতি ঘোষণা করছেন, ওপেক মে মাসে অশোধিত তেলের দৈনিক উত্পাদন পরিমান বাড়াবে।
ফাহদ বলেছেন, এ বছরের তৃতীয় কোয়ার্টারে বাজারের প্রয়োজন মেটানোর জন্য ওপেক মে মাসে অশোধিত তেলের দৈনিক উত্পাদন পরিমান ৫ লক্ষ ব্যারেল বাড়াবে। ফলে তা ২ কোটি ৮০ লক্ষ ব্যারেলে দাঁড়াবে। ফাহদ বলেছেন, এবারকার উত্পাদন পরিমানের বৃদ্ধিতে ওপেকের সম্মেলনের সিদ্ধান্ত নেবার প্রয়োজন নেই। সেই সময় ওপেকের সদস্যদেশগুলো স্বাধীনভাবে নিজেদের উত্পাদন পরিমান বাড়াতে পারবে।
|