চীনের উপ-স্বাস্থ্যমন্ত্রী চিয়াং চোচুন ১৯তারিখে পেইচিংয়ে বৃত্তীয়ব্যাধি প্রতিরোধ সম্পর্কে এক আন্তর্জাতিক সম্মেলনে বলেছেন , সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকার বৃত্তীয়ব্যাধি প্রতিরোধের মান উন্নত করার জন্য নানা ব্যবস্থা নিয়েছে এবং প্রাসংগিক ক্ষেত্রে আন্তর্জাতিক আদানপ্রদান ও সহযোগিতা জোরদার করেছে ।
তিনি বলেছেন , বর্তমানে চীনদেশে বৃত্তীয়ব্যাধি প্রতিরোধ আইনকে কেন্দ্র করে বৃত্তীয়ব্যাধি প্রতিরোধ আইনবিধি-ব্যবস্থা মোটামুটিভাবে গড়ে উঠেছে । সংশ্লিষ্ট বিভাগ আইনে নির্ধারিতমানদন্ডে পৌছুতে ব্যর্থশিল্পপ্রতিষ্ঠানগুলোর উত্পাদন বন্ধ করে পুঃর্বিন্যাস করার দাবী জানায় । তাছাড়া চীন সরকার কর্মক্ষেত্রেআহত- বীমা ব্যবস্থারসংস্কার করেছে , যাতে চিকিত্সার ব্যাপারে বৃত্তীয়রোগীদের আর্থিকসাহায্য আর জীবনযাপনের ন্যূতম নিশ্চয়তা বিধান করা যায় ।
কর্মক্ষেত্রে ধোঁয়া , তেজস্ক্রিয় পদার্থ আর অন্য ক্ষতিকর পদার্থের সংস্পর্শে সৃষ্ট ব্যাধি হচ্ছে বৃত্তীয় ব্যাধি ।
|