মিসরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবুল ঘেইত ১৮ তারিখে সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাত্কারে জোর দিয়ে বলেছেন ,১৯ তারিখে শার্ম ইল- শেখে অনুষ্ঠিতব্যআফ্রিকার নতুন অংশীদারিত্বের পরিকল্পনা শিরোনামে সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
তিনি বলেছেন , আফ্রিকার প্রায় ৩০টি দেশের নেতৃবৃন্দ বা সরকারী কর্মকর্তারা সম্মেলনটিতে পরস্পরকে পরীক্ষা করার ব্যবস্থার মাধ্যমে আফ্রিকার নতুন অংশিদারিত্বপরিকল্পনার সদস্য রাষ্ট্রগুলোকে পাব্লিক ব্যবস্থাপনার মান উন্নয়নে সাহায্য করার বিষয়ে আলোচনা করবেন ।
তাছাড়া সম্মেলনটিতে আফ্রিকার ঋন , বাজার , বুনিয়াদী ব্যবস্থার নির্মান প্রভৃতি বিষয়েও আলোচনা হবে । সম্মেলনটিতে আফ্রিকা ইউনিয়নের পরিচালনাধীন কয়েকটি সহযোগিতা ও উন্নয়ন-প্রকল্প মূল্যায়ন করা হবে এবং মূল্যায়নের ফলাফল অফ্রিকা ইউনিয়নের নতুন শীর্ষসম্মেলনে দাখিল করা হবে ।
আফ্রিকার পরস্পরকে পরীক্ষা করার ব্যবস্থাটা আফ্রিকার নতুন অংশিদারিত্বপরিকল্পনার এক গুরুত্বপূর্ণ বিষয় । পরিকল্পনাটিতে অংশগ্রহনকারী দেশগুলোকে যার যার সরকারের পরিচালনা , অর্থনৈতিক নীতি এবং মানবাধিকারের অবস্থা প্রকাশ্যে দেখাতে হবে এবং অন্যান্য সদস্য দেশের পরীক্ষা ও মূল্যায়ন গ্রহন করতে হবে । মানদন্ডে পৌঁছতে ব্যর্থদেশগুলো পরিকল্পনাটি থেকে লাভবান হতে পারবে না ।
|