চীনের জাতীয় পর্যটন ব্যুরোর উপপ্রধান কু ছাউসি ১৯তারিখে ম্যাকাওতে ঘোষনা করেছেন যে , এ বছরের শেষ নাগাদ চীনা নাগরিকদের বিদেশ-ভ্রমনের গন্তব্যদেশ আর অঞ্চলের সংখ্যা ১০০তে দাড়াবে ।
ম্যাকাওতে অনুষ্ঠিত প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের এশিয়া পর্যটন সমিতির ৫৪তম বার্ষিক সম্মেলনে তিনি বলেছেন , এ বছরের পয়লা এপ্রিল পর্যন্ত চীনা নাগরিকরা ৬৪টি দেশ আর অঞ্চলে ভ্রমন করতে পেরেছেন।
১৯৯৭ সালে চীনা নাগরিকদের আনুষ্ঠানিক বিদেশ ভ্রমন শুরু হয় , অধিক থেকে অধিকতর দেশ আর অঞ্চল চীনা নাগরিকদের ভ্রমনের জন্যে উন্মুক্ত হওয়ার পর বিদেশ-ভ্রমনে যাওয়া চীনা নাগরিকদের সংখ্যা বছরেবছরে বেড়ে যাচ্ছে। ২০২০ সালে বিদেশ-ভ্রমনের ক্ষেত্রে চীন বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ হবে বলে অনুমান করা হয়েছে ।
|