মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র স্কট ম্যাকলেলান ১৯ এপ্রিল বলেছেন, যদি উত্তর কোরিয়া ছয়পক্ষীয় বৈঠকে অংশ নিতে অস্বীকার করে, তাহলে যুক্তরাষ্ট্র কোরিয় পারমাণবিক সমস্যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দাখিল করা ইত্যাদি সংশ্লিষ্ট ব্যবস্থা বিবেচনা করবে।
একই দিনে মার্কিন প্রেসিডেন্ট বুশের সঙ্গে দক্ষিণ ক্যারোলিনা যাওয়ার পথে ম্যাকলেলান বলেছেন, উত্তর কোরিয়া আবার ছ'পক্ষীয় বৈঠকে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছে, যুক্তরাষ্ট্র আশা করে, উত্তর কোরিয়া তা অনুসরণ করবে। যদি উত্তর কোরিয়া ছ'পক্ষীয় বৈঠকে ফিরে আসতে অস্বীকার করে, তাহলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে মোকাবেলার উপায় বিবেচনা করবে, এবং সম্ভবত কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দাখিল করবে।
ম্যাকলেলান সঙ্গে সঙ্গে এই সমস্যা নিরাপত্তা পরিষদে দাখিল করার সময়সূচী নির্ধারণের কথা অস্বীকার করেছেন।
|