উত্তর কোরিয়া ও জাপানের শিক্ষকের যৌথবাবে সম্পাদিত ইতিহাস পাঠ্যপুস্তক "কোরিয়ার যোগাযোগ দূত" ১৯ এপ্রিল দক্ষিণ কোরিয়া ও জাপানে একই সময়ে প্রকাশিত হয়েছে।
"কোরিয়া-জাপান যৌথ ইতিহাস পাঠ্যপুস্তক সম্পাদনা কমিটি" এই "কোরিয়ার যোগাযোগ দূত" পাঠ্যপস্তক মিলিতভাবে গবেষণা ও সম্পাদনা করেছে। দক্ষিণ কোরিয়া ও জাপানের ইতিহাস শিক্ষকদের নিয়ে গঠিত এই কমিটি ২০০১ সালের আগষ্ট মাসে প্রতিষ্ঠিত হয়। যুবকযুবতীদের সঠিক ইতিহাস শেখানো তার প্রধান লক্ষ্য।
জানা গেছে, জাপান আধুনিক যুগে বরাবরই কোরিয়া উপদ্বীপে আক্রমণ চালিয়েছে বলে দু'পক্ষ প্রথমে জাপানের মেইচি সংস্কারের আগে ১৬ শতাব্দীতে কোরিয় রাজবংশের জাপানে যোগাযোগ দূত পাঠানোর ইতিহাস গবেষণা ও সম্পাদনা করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের গবেষণা ও সম্পাদনার প্রক্রিয়ায় দু'পক্ষের বিদ্যার্থী ও শিক্ষকের মধ্যে ভিন্নমত থাকে এবং আলোচনাও হয়।
|